'কোন আলো লাগলো চোখে............'
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২২ নভেম্বর, ২০১৪, ০৮:১৭:৪৮ সকাল
আজ কয়দিন ধরে ব্লগার ভাইগণকে একটি বিষয় নিয়ে বড়ই পেরেশান হতে দেখলাম! আর তা হল- তাদের 'চিরকুমার সভা' থেকে আশঙ্কাজনক ভাবে সদস্য সংখ্যার হ্রাস ঘটা!! যদিও এটা কোনভাবেই আশঙ্কার বিষয় নয়, বরং আনন্দের খবর। দিন দিন তাদের ঐ সমিতির সদস্য সংখ্যা শূন্যের ঘরে চলে যাক মনেপ্রাণে এই কামনা করি।
এবার আসি মেয়েদের কথায়। মেয়েদের এইরকম কোন সমিতি বা সঙ্ঘ এখনও গড়ে উঠেনি। এবং গড়ে উঠার কোন সম্ভাবনাও নেই। গড়ে উঠুক তা আমরা চাচ্ছিও না। কিছুদিন পরপর আমাদের ব্লগার বোনগণ ব্লগ বাসীকে নতুন নতুন সুখবর দিয়ে আনন্দ দিয়ে যাচ্ছেন। অবশ্য এব্যাপারে ভাইগণও পিছিয়ে নেই।
আচ্ছা ভূমিকা থাক! এখন মূল প্রসঙ্গে আসি। এখন আপনাদের জন্য একটি সুখবর পরিবেশন করতে চাই।
আমাদের রুবাইয়ার কথা কি আপনাদের মনে আছে? জ্বী...ইশরাত জাহান রুবাইয়ার কথাই বলছি। যে কিনা অসংখ্য শিক্ষামূলক পোস্টের মাধ্যমে ব্লগবাসীর মনে আসন করে নিয়েছিল।
এবারের সুখবরটি আমাদের অতি প্রিয় ছোটবোন রুবাইয়ার। হ্যাঁ.........ভাই/বোন সবাই এবার অতি আনন্দের সংবাদটি শুনুন-রুবাইয়া এ মাসেই নদীর ওপার থেকে এপারে চলে এসেছে।
আসুন আমরা সবাই মিলে দুয়া করি যেন রুবাইয়ার নতুন জীবন যেন সুখী ও সুন্দর হয়। তারা স্বামী স্বামী স্ত্রী একে অপরের জন্য যেন পোশাক স্বরূপ হয়। তারা পরস্পর পরস্পরের জন্য যেন চক্ষু শীতলকারী হয়......আমীন।
বিষয়: বিবিধ
১৮৫০ বার পঠিত, ১২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
'পরিপুর্ণ সুখের আধার হয়ে একে আপরের জীবনে জড়িয়ে থাকুন ছায়া-কায়া হয়ে' করুণাময় আল্লাহর কাছে এই আর্জি জানাচ্ছি!
অনাগত দিন গুলো স্বপ্ন সুখে ভরে থাক এই শুভ কামনা!!
কিছুদিন হলো চিরকুমার সংঘ থেকে আমিও পদত্যাগ করেছি
উভয় কে অভিনন্দন তবে আমি আবার খালি পেটে দোয়া করতে পারিনা!!!
তবে বিয়ের আগে থেকেই তো উনার লিখা বন্ধ বিয়ের পর চালু হবে কিনা সেটা চিন্তা করতিসি।
নিজে নিজে পেটভরে খেয়ে তারপর বেশি করে দুয়া করবেন
আপু, সামনেই আমার বিয়ে মুক্তিযোদ্ধার কোন্যার সাথে, যাকে সবাই নাস্তিক বলে, আপনার দাওয়াত রইলো, বিয়েতে গিফট হিসেবে কিছু হাদীসের কিতাব দিলে ই অননেনেনেেনেক খুশি হবো
নকল সোনাই দেন, ওতেই চলবে
কোন গিফ্ট দিতে পারব না
আপু, দেনমোহর হবে কোরআন+হাদীস মুখস্তকরার শর্তে
আর না বোলবেন না আপু, হাদীসের কিতাব গিফট চাই ই চাই
এখনো মুক্তিযোদ্ধা রাজি হয় নি, তাই আশাকরি অরিজিনাল যে হবে সে, এখনো আছে থাকবে ইনশাআল্লাহ
মাহমুদ আরিফ এবং ইশরাত জাহান রুবাইয়া -মহান আল্লাহ তোমাদের পারিবারিক জীবনকে সর্বাঙ্গীন সুখময় ও আনন্দময় করুন। দীনের জন্য তোমরা একে অপরের প্রতিবন্ধক নয় সহযোগী হও। আল্লাহ তোমাদের কবূল করুন। দুনিয়া ও আখেরাতের সর্বোত্তম কল্যাণ দান করুন। আমীন।
আগে নাকি শুধু মিলাদ পরাবার মেীলবিদের মেীলুদ খান বলা হতো। তবে খাওয়ান ছাড়াই বিয়ে দিতে বিয়েখান বিশিষ্ট!!!
তবে দু:খের বিষয় হলো এই যাদেরই উপকার করি তারাই শেষে ভুলে যায়।
ফলে নিজ খরচে ঘটকালিতে ভীষণ লস...
আচ্ছা আপু, ব্লগার যদি পুলিঙ্গ হয় তবে এর স্ত্রী লিঙ্গ কি হবে ? সম্ভবত ব্লগারনী না কি বলেন!!!! অবশ্য এটা আমার কথা না আমার বন্ধুর কথা। তার মতে জেন্ডারে ভুল করা যাবে না। কিন্তু আমি সাহিত্যের ক্ষেত্রে জেন্ডার মানি না। আমি she কে he বলি।
ব্লগারনী মানে কি?
Frustrated Frustrated
জবাবে সে বলে " blog,ব্লগার,ব্লগারনী, Facebook এই word গুলো নাকি নতুন,তাই ডিকশনারী তে নেই। তবে নতুন edition বাজারে আসর সময় না কি authority এই word গুলো রাখার কথা দিয়েছেন।" তার কথা শুনে আমি পুরাই বেআককেল হয়ে গেলাম।
আমাগের কবে যে এমন খুশির দিন আসবে
আরেকটা উপায় আছে খান ভাই বলেছিলো বই লেখলে বিয়ে নাকি সহজ হয়ে যায়
শরাত জাহান রুবাইয়া আপুর বিয়েতেও নাকি "ভালোবাসার রংধনু" বইটি ভূমিকা রেখেছে
তাই ভাবছি এক খান বই লিখবো
"আবিয়াত্তার কষ্টনামা" নামে
এটা কি তবে কান্নার ইমো ????
একটা পাচ্চি না ভিডিওতে দেখা যাচ্ছে যে উনার মতো মনের অধিকারীনি আর আপনি জামাত করে করার কথা বলতেছেন!
তাই আমি নতুন পোষ্ট দিয়েছিলাম।
যাক একটু খুশি বেশিই হোক।
বউ যদি অুনমোদন দেয় তবে ঘটকালি ব্যবসায় নামার সমূহ সম্ভাবনা আছে।
আপনার লিখাটিতে গতকাল মন্তব্য করতে পারিনি কারণ একটা জরুরী সংবাদে হাসপাতালে ছুটতে হয়েছিলো।
আপনার দুয়ায় আমীন বলেছি
আপা কি হয়েছে? বলা যাবে কি? কে অসুস্থ?
চক্ষুশীতলকারী কোনো রমনী আর পৃথিবীতে আছে নাকি?
এসব অরো ৮ বছর পর ভাববো
মন্তব্য করতে লগইন করুন