ঈদের খুশী
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৩ অক্টোবর, ২০১৪, ০৩:৪১:১৮ দুপুর
ঈদুল আযহা আসছে আবার বছর ঘুরে,
মনে আসে খুশীর আমেজ দুঃখ থাকুক দূরে।
নতুন জামা, নতুন জুতা পরবে সবাই,
গরু-ছাগল হরেক পশু করবে জবাই।
সামনে রবে উপাদেয় খাদ্যের সমাহার,
টক-মিষ্টি-ঝাল আহা! কত চমৎকার!
.
মলিন বসন, অনাহারী, নিত্য দুখী যারা,
তাদের তরে একটুখানি দিতে পার সাড়া?
আশে পাশে আছে মোদের যারা গরীব-দুখী,
পারিনা কি করতে তাদের একটি দিনও সুখী?
.
তাদের মুখে ফুটাই যদি আজকে কিছু হাসি,
প্রতিদান দেবেন প্রভু নিশ্চয়ই রাশি রাশি।
বিষয়: বিবিধ
১৭১২ বার পঠিত, ৬৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর সাথে সাথে আপনাকে-- @@@@
কিন্তু আপনি কি পড়েছেন?
আমি কি ভূল বলেছি-- ????
প্রতিদান দেবেন প্রভু নিশ্চয়ই রাশি রাশি। অনেক ভাল লাগল গুরুজী অনেক ধন্যবাদ গুরুজী ঈদ-মোবারক ।
অনেক শুভেচ্ছা রইলো।
আর ঈদের আগাম শুভেচ্ছাও...
আমি শুধু পড়েই যাই
আপনারা একটু বেশি করে দোআ করেন আমার জন্য যেন এরকম সুন্দর ছন্দ মিলিয়ে কবিতা লিখতে পারি
আপু রেসিপি দেয়ার কথা ছিল যে!
আজকের এই মুল্যবান দিনে দোআয় শামিল রাখার আবেদন রইলো
আমার পক্ষ থেকে আল্লাহর দরবারে তোমার জন্য দুয়া রইল যেন তুমি সুন্দর ছন্দ মিলিয়ে কবিতা লিখতে পার
চেষ্টা করেই দেখ। অনেক সহজ।
কি রেসিপি দিব সেটাই ভাবছি:
তুমিও আমাকে তোমার দুয়ায় স্মরণ করবে
"কবির কবিতাখানি সুরের পরশে
গান হয়ে ভেসে ষে তোমাদের কাছে
আসলে তা গান নয়, কবির মনের কথা-
শিল্পীর পটে-আঁকা ছবি"
আশা করি বিবাদ মিটেছে-
কাউকেই লজ্জা পেতে হয়নি,
তবে খুনসুটি স্বাস্থের জন্য খুবই পুষ্টিকর
জাযাকুমুল্লাহ
অগ্রীম শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
আপু, আমার গিফট কই?
আপু টিকিট পাঠান,কালই উড়াল দেব:
রোদের আলো কেমন আছে? আমার কোন খোঁজই নেয় না আপুটা!
ঈদ কেমন কাটালেন একটা পোস্ট দেন!<:-P
কত দূর ঐ মদিনার পথ?
ওহুদের মাঠ আর কত দূর?
তায়েফের গ্রাম আর কত দূর?
কত দূর রাসুলের রওজা বল?
কোথা সেই বেলালের আজানের সূর?
হেরার গুহা বল কত দূরে?
আমিনার বাড়িটাও কোন সুদূরে?
কোথা সেই উমরের খুরমা বাগান?
আবু বকরের সেই সীমাহীন দান?
সব যেন মন জুড়ে বাজায় নূপুর।
পরশপাথর ছিল প্রিয় নবী,
কুরআনের অমলিন প্রতিচ্ছবি,
মুমিনের জীবনের বাঁকে বাঁকে,
বদরের ঐ স্মৃতি আজও ডাকে,
তার প্রেমে এ জীবন হয় যে মধুর.............।'
===========
আপাজি কবিতটা কেমন হয়েছে বলেন দেখি। আমার কাছে খুব ভালো লেগেছে )
হারিকেন কবিতাটা চুরি করতে চাইছিলো তাই আমিই নিয়ে আসলাম
ধন্যযুক্ত ধন্যনেন গোস্ত খাবার দাওয়াত রইলো হারিকেন রেস্টুরেন্টে
ঈদ মোবারক প্রিয় আপু!
তারা কি কখনও জানে,
আরাম আয়েশে দিন কাটে যার,
নদীর ভাঙ্গনে ভাসা,
ফুটপাতে যার বাসা,
জীবনে তাহার কত হাহাকার!
সম মনা রয়েছ যারা
কিছুকি যায়না করা,
এস খোঁজ নিই প্রতিবেশীটার,
যা কিছু আমার আছে,
কিছু নিয়ে তার কাছে,
যদি পারি হাঁসি ফোটাবার৷
যদি খুশী হন তিনি,
উপরে রয়েছেন যিনি,
জনম হবেযে সফল আমার৷
ধরার মালিক যিনি,
সকলি দিলেন তিনি,
আছে অধিকার কাড়িয়া নেবার৷
আপনাকে স হ সবাই কে ঈদের শুভেচ্ছা...
তাদের তরে একটুখানি দিতে পার সাড়া?
আশে পাশে আছে মোদের যারা গরীব-দুখী,
পারিনা কি করতে তাদের একটি দিনও সুখী?
---
অবশ্যই পারি, পারা উচিত। ধন্যবাদ আপু, অনেক সুন্দর লিখেছেন।
প্রতিদান দেবেন প্রভু নিশ্চয়ই রাশি রাশি।
.
সুন্দর কবিতা...|অন্নেক ধন্যবাদ আপনাকে|
না যদি করিতে পারি পেতে হবে লাজ৷
এসনা গরীবে ডাকি আলয়ে আমার,
আমিও হতাম যদি মতই তাহার৷
বিধাতা করেছে মোরে তার চেয়ে ভাল,
এসনা ঘুঁচাই সবে মনের কালো৷
হুমম...ঠিকই বলেছ।
ভা-ল
লে-গে-ছে!
ধন্যবাদ.....
মন্তব্য করতে লগইন করুন