ব্লগ পরিবারে এক নতুন অতিথির আগমন
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৩১:৫৯ সকাল
সবার জন্য একটি সুখবর আছে। আমাদের অতিপ্রিয় ব্লগার গন্ধসুধার কথা মনে আছে? অনেক অনেক শিক্ষণীয় লেখা দিয়ে সে ব্লগকে সমৃদ্ধশালী করেছে। ব্লগে তার অবদান অনেক। দীর্ঘদিন সে ব্লগে অনূপস্থিত।
না.... তার এই দীর্ঘ অনুপস্থিতির অন্য কোন কারণ নেই। এর একমাত্র কারণ হল গত কয়েকমাস ধরে সে একজনের আগমনের অপেক্ষায় ছিল। আর তার সাথে সাথে আমরাও অপেক্ষা করছিলাম কখন সেই শুভ সময়টি আসে!
সবার সব প্রতীক্ষার অবসান করে গত ১৭ই সেপ্টেম্বার অর্থাৎ বুধবার আমাদের সুধামণি এক কন্যাসন্তানের মা হয়েছে।
আমরা সবাই মহান প্রভুর দরবারে গন্ধসুধা ও আমাদের এই নতুন অতিথির জন্য দুয়া করি যেন মহান আল্লাহ তাঁর রহমতের ছায়া তাদের উপর অব্যাহত রাখেন।
এই কন্যা যেন তাদের স্বামী-স্ত্রীর জন্য 'সদকায়ে জারিয়া' হিসেবে মহান রবের কাছে গ্রহণযোগ্য হয়।
এই শিশুটি তার পিতামাতার জন্য 'চক্ষুশীতলকারী' হয়ে গড়ে উঠুক।
দুনিয়া ও আখিরাতে এই কন্যাশিশুটি যেন পিতামাতার জন্য কল্যাণকর হয়... আমীন
বিষয়: বিবিধ
২৫০৯ বার পঠিত, ৬১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহার রবের প্রতি সেজদবনত 'আলহামদুলিল্লাহ।
ঐশী ঘোষিত জান্নাতের সম্ভাবয়ী কলিজার টুকরো এই সন্তানকে পরওয়ারদিগার আল্লাহ ইসলাম ও মানবতার অনুপম আদর্শ হিসেবে কবুল করুন এই দোয়া জানাই।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
মহান রবের কাছে সেই প্রার্থনাই করছি।
ফাতিমা আপাকে অনেক ধন্যবাদ খুশির সংবাদটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
মিষ্টির অপেক্ষায় থাকলাম।
নতুন অথিতি যেন ভবিষ্যতের ব্লগার হয় আল্লাহর কাছে এই দোয়া করি।
সকলের সকল দোয়ায় "আমীন"
মহার রবের প্রতি সেজদবনত 'আলহামদুলিল্লাহ।
ঐশী ঘোষিত জান্নাতের সম্ভাবয়ী কলিজার টুকরো এই সন্তানকে পরওয়ারদিগার আল্লাহ ইসলাম ও মানবতার অনুপম আদর্শ হিসেবে কবুল করুন এই দোয়া জানাই।
বাকি গুলো ব্লগের সবাইকে বিতরন করে দেন ইমরান ভাইয়ের পক্ষথেকে
===
গন্ধশুধা আপার বাসায় এই ডিশটি পুরাটাই পাঠায় দেন আমার পক্ষথেকে।
====
দুনিয়া ও আখিরাতে এই কন্যাশিশুটি যেন পিতামাতার জন্য কল্যাণকর হয়... আমীন
আতিক ভাইয়ের জন্য ধন্যবাদ রইল
আমি অন্তর থেকে দুয়া করছি । হে আল্লাহ !এই কন্যা যেন তাদের স্বামী-স্ত্রীর জন্য 'সদকায়ে জারিয়া' হিসেবে মহান রবের কাছে গ্রহণযোগ্য হয়।
এই শিশুটি তার পিতামাতার জন্য 'চক্ষুশীতলকারী' হয়ে গড়ে উঠুক।
দুনিয়া ও আখিরাতে এই কন্যাশিশুটি যেন পিতামাতার জন্য কল্যাণকর হয়... আমীন ।
গুরুজী অনেক অনেক ধন্যবাদ সুসংবাদ দেওয়ার জন্য ।
আল্লাহপাক যেন এই সন্তানকে কবুল করে নেন। মা এবং সন্তানকে সুস্থ রাখেন।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর এই খবরটি দেবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
চমৎকার দুয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ মামুন ভাই
মিষ্টি এবং কুমিল্লার রসমালাই দিলাম #ফতিমা আপা
সৃষ্টিকর্তা তাকে তাঁর মতই ভালো লেখিকা বানাক। আমিন ছুম্মা আমিন
মিষ্টি মামারা খাওয়াবে। মামাদের একটা কর্তব্য আছে না???
امــــــــــــيــــــــــــــن
এই কন্যা যেন তাদের স্বামী-স্ত্রীর জন্য 'সদকায়ে জারিয়া' হিসেবে মহান রবের কাছে গ্রহণযোগ্য হয়।
এই শিশুটি তার পিতামাতার জন্য 'চক্ষুশীতলকারী' হয়ে গড়ে উঠুক।
দুনিয়া ও আখিরাতে এই কন্যাশিশুটি যেন পিতামাতার জন্য কল্যাণকর হয়... আমীন
গন্ধসুধা আপুর জন্য;
বেবীর জন্য;
আপনাকে অনেক অনেক ধন্যবাদ;
খুশির খবরটা সবার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপুজ্বী
আপনাকে অসংখ্য শুকরিয়া সু-সংবাদটি আমাদের সবাইকে পৌঁছিয়ে দেয়ার জন্য! জাযাকা্ল্লাহাউ খাইর
গন্ধসূধা ও ওর পরিবারের প্রতি রইলো আন্তরিক দোআ ও শুভকামনা! বারাকাল্লাহু লাকা ফিল মাউহুবি লাকা ওয়া শাকারাতাক ওয়াহিবা ওয়া বালাগা আশুদ্দাহু ওয়া রুযিকতা বিররাহ- আল্লাহ এই সন্তানে বারাকাহ দান করুন,সন্তান দানকারী মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপান করো, সন্তানটি পূর্ন বয়সে পদার্পন করুক এবং এর ইহসানে লাভে তুমি ধন্য হও! আমীন!
একজন মুমিনের সবচেয়ে বড় প্রাপ্তি,যিনি চাওয়া পূর্ন করতে পারেন সেই স্রস্টার দরবারে অন্য মুমিনের দোয়া।খবরদাতা আর খবরশ্রোতা আমার সমস্ত ভাই-বোনদের আল্লাহ সুবহানাহু তায়ালা উত্তম প্রতিদান দিন আর সবার দোয়া কবুল করুন
আমদের ছোট্টমণিটা কেমন আছে? কেমন কাটল ওর জীবনের প্রথম ঈদ?? তুমি কেমন আছ???
মন্তব্য করতে লগইন করুন