তোমার নামে যদি গান গাওয়া হয় [ছবি সংগ্রহ-১]
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৭ জানুয়ারি, ২০১৩, ০১:৩৭:১০ দুপুর

তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়,
তোমার সৃষ্টিপানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়।

তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল, 
তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। 
তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয় ফুল সুরভিত হয়। 
তোমার খুশীতে রংধনু ওঠে আকাশে, 
তোমার-ই ছন্দ গুন্জরী ওঠে বাতাসে, 
তোমার পরশ পেয়ে গাছের পাতা জানি সবুজ হলো। 
তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো। 
তোমার অমীয় বাণী হৃদয়ে আমার সূর সঙ্গীত হয়।
[গীতিকার: তোফাজ্জল হুসাইন খান]
বিষয়: বিবিধ
৬৪৫১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন