ছোট্ট খুকির বায়না
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১৭ মে, ২০১৪, ০৪:০৪:৪১ বিকাল
ছোট্ট খুকি পরেছে আজ টুকটুকে লাল শাড়ী,
বায়না তাহার আজকেই সে যাবে নানাবাড়ি।
.
এলোমেলো চুলগুলি সে কষে বেঁধেছে,
টুকটুকে লাল ফিতা দিয়ে ঝুঁটি করেছে।
.
ডাগর কালো চোখে তাহার দিয়েছে সে কাজল,
হাতে আছে রেশমি চুড়ি পায়ে রূপার মল।
.
হাতেপায়ে নকশা করে দেয় মেহেদীর রং,
ভাইয়াটা বলে উঠে, ‘এবার রাখ তোর ঢং’ ।
.
এই কথাটা শুনেই খুকি জুড়ে দিলো কান্না,
দুই চোখে তার এসে গেছে অথৈ পানির বন্যা।
.
মা এসে চুমু খেয়ে কোলে তুলে নেয়,
চোখ রাঙিয়ে ভাইয়াটাকে ভীষণ বকা দেয়।
.
বকা খেয়ে ভাইয়া ধরে নিজের দুটি কান,
এইতো দেখ খুকুমণির ভেঙ্গে গেল মান।
.
তাইনা দেখে ঘরের সবাই হাসছে কুটিকুটি।
এভাবেই নিত্য চলে ভাইবোনের খুনসুটি।
বিষয়: বিবিধ
২৩১২ বার পঠিত, ৭০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোথায় জানি গেল!
অনেক দিনের পরে হঠাৎ
আজকে উদয় হল৷
নানী বাড়ি দারুন মজা,
আম কাঁঠালের দেশ,
আশা করি সময় সেথা
কেটে গেছে বেশ৷
দূরে কোথাও যাইনি আমি
ধারে কাছেই ছিলাম,
খবরতো কেউ নেয়নি আমার
তাইতো গোস্বা হলাম
যেমন লক্ষী বোনটি তেমন তাহার ভাইটি।
না, ভাইরা ভীষণ দুষ্টু
শুধু ঝামেলা বাঁধায়,
শুধু শুধু খোঁচা দিয়ে
বোনদের কাঁদায়
সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ
দারুন হয়েছে। কালকে কবিতার উপহার দিব ইনশাআল্লাহ। কেউ দেক আর নাদিক আমি দিবই।
হৃদয় আমার উঠল কেঁদে
মাথা গেল ধরে।
ভাইয়াটা বলে উঠে, ‘এবার রাখ তোর ঢং’ ।
.
এই কথাটা শুনেই খুকি জুড়ে দিলো কান্না,
দুই চোখে তার এসে গেছে অথৈ পানির বন্যা।
.
মা এসে চুমু খেয়ে কোলে তুলে নেয়,
চোখ রাঙিয়ে ভাইয়াটাকে ভীষণ বকা দেয়।
আমার বোনটার কথা মনে পরে গেলো। ও অবশ্য আমার বড়ো (বোনের মধ্যে ছোট)। কি মারামরিটাই না করতাম। বড়ো হলেও জারীর উপর রাখতাম। আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে যেতে সাধ্য হতো না। ওকে তো আর বাবা-মা একা একা ছারবে না। তাই আমিই ওর সাথি। ঝগড়া শেষে বলতো তোকে আর আমি ভাব বেরে দিবো না। আমি বলতাম না দিলা তুমি। কিন্তু কিছুক্ষন পর ওর হাত ধরে জোর করে টেনে নিয়ে এসে ভাত দিতে বলতাম। মারামরির মজাই আলাদা
ভাইয়া করেন বড়ই যতন
চাইলে খুকি দেবো আনি
দূরের ঐ চন্দ্র খানি
আমার খুকি সোনামনি
বড় মনের মহাধনী
খুকির বায়না বাকী রয়না
দুঃখী খুকি-ভাই চায়না।
**********************
অসাধারন লিখ ভাইয়া....!!!
অনেকদিন পরে রাজকইন্যার আগমন হইলো দেখিয়া খুশিতে আরেকখানা লিখিতে ইচ্ছা হইতেছে
সকল স্ট্রাইক ভেঙ্গে আবার সবাইকে নিয়ে চলে এসো
খুব ভাল লাগলো ভাইবোনের খুনসুটি
রাহবার আর ভিশু ভাই সহ সব্বাই কইছে।
এমন ঝগড়া দেখতে ভালো লাগে।
সবার শেষে মন্তব্য করতে খারপ লাগছে। হা হা হা
মন্তব্য করতে লগইন করুন