টাপুরটুপুর টুপ
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ৩০ এপ্রিল, ২০১৪, ০৪:১৬:৪৯ বিকাল
টাপুরটুপুর টাপুরটুপুর
টাপুরটুপুর টুপ,
ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে
সুয্যিমামা চুপ।
.
শন শন শন বয়ে যায়
উথালপাথাল হাওয়া,
এমন দিনে জমবে ভালো
খিচুড়িটা খাওয়া।
.
ভর্তা, আচার, ইলিশ দিয়ে
গপ গপাগপ গুপ,
হাপুস হুপুস হাপুস হুপুস
হাপুস হুপুস হুপ।
.
জিভে যদি আসে তোমার
অথৈ বানের পানি,
আমায় কিন্তু দিওনা কেউ
কটমটে চোখ রাঙানি।
বিষয়: বিবিধ
১৭৩৮ বার পঠিত, ৬৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2668/rashic/44083
লোকে যদি মন্দ কয়
তাতে কি আসতে পারে
কবির পরাজয়???
ঝটপট লিখে যান
মনে আসে যাহা,
পড়ে বলবে সবাই
বেশ! বেশ!! আহা!!!
না হয় জাগবেনা কবি,
কবি জাগলে বিদ্রোহী কবিতায়
উঠে আসবে আহতের ছবি।
খোচা দিয়ে কবিকে বল
ভোর হয়েছে কবে,
উঠ এবার লিখে যাও কবি
না হয় কি বিপ্লব হবে?
গেল রাত্রের শেষ ভাগে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে আমার ঘরের ভিতরেও বৃষ্টির পানি ঢুকেছে।
এইটার মানে কি???
দোষ পড়বে চাপা!
খিচুড়ীগুলো রান্নাহল, চুপটি করে
একলা খেলেন আপা?
ঘ্রাণ পেয়েছি ইলিশ ভাজার,
দুঃখ বড় হল,
অত গুলো কেমন করে
একলা বসে খেলো!
একা কি আর খেতে পারি?
এত্তগুলো খাবার?
সবাই মিলে খেয়ে ফেলে
করলেন সব সাবাড়!
এরপরও খাবার চেয়ে
যারা করেন কান্না,
জলদি করে যান কিচেনে
শুরু করেন রান্না।
দু:খ নিবেন্না ভাই!
ভূনা খিচুড়ী রান্না হলে
ঝটপট দায়াত চাই!
খাওয়া খিচুরী
ঠেলাঠেলি চলছে কেমন
আমি কী করি?
রাঁধতে জানিনা,
থাকতে আপা, রাঁধলে আমি,
বকা দেবে মা৷
একটুও বকবেনা মা
খুশি হবে মনে মনে,
বলবে -'আমার দুষ্টু ছেলে
এত্ত রান্না জানে!!!'
জ্ঞানের কথ বলে,
রান্ন ঘরে দেখলে আমায়,
হঠাত আসে চলে৷
এসেই বলে খুব হয়েছে,
এখান থেকে যা!
রেঁধে বেড়ে দিচ্ছি তোরে,
মুখ হাত ধুয়ে খা!
না না না ছোট্টবোনটি দুষ্টু ভীষণ
আঁটছে মনে বিরাট ফন্দি,
আজকে আমার ভাইয়াটাকে
রান্নাঘরে করব বন্দি।
দেখব আজকে ভাইয়া আমার
কয়টা পদ রান্না করে?
কেমন মজা হবে সব
ভাবতেই জিভ জলে ভরে!!!
বলবে কিতা জানো?
'ভাইটা আমার অপদার্থ,
যোগ্যতা নেই কোনো৷
খুব হয়েছে,বোঝা গেছে,
এবারর এখান থেকে যা,
আমার রান্না এখনই হবে,
তখন এসে খা৷
ভাইয়ের রান্নাই খাব আজ
পণ করেছি মনে,
ভাইয়া যদি নাইবা রাঁধে
চলেই যাব বনে।
তাও কখনও হয়!
টিভিটারে চালিয়ে দেখি,
সিদ্দীকা আপা কি কয়৷
মন্দ ভালো যে যা বলুক
পরওয়া করি না,
আমার আপু বনে যাবে
সইতে পারিনা৷
সিদ্দিকা আপুর রেসিপিতে
খিচুড়ি হলো রাঁধা
হাপুস হুপুস খেয়ে নিলাম
বোনদের হয়নি সাধা
ধন্যবাদ বুঝে পেলাম
টাপুর টুপুর টুপ,
আপনাকেও ধন্যবাদ
দিয়ে দিলাম খুব
রুমঝুমাঝুম বৃষ্টি নিয়ে
ফাতিমাপু লিখে
ছড়ায় ছন্দে গন্ধ বিলায়
অন্যরা সব ফিকে।
কেউ হেথায় নয়তো ফিকে
ধূসরও কেউ নয়,
সবার হাতে কলম দিলেই
ছন্দ ছড়া হয়।
তবে বৃষ্টি নিয়ে আপনার ছড়া অনেক চমৎকার হয়েছে ।
যা বৃষ্টি যারে যা
কালকে আসিস আজকে না...।
প্রথম স্থান অধিকার করার জন্য সুমুমণিকে ধন্যবাদ
ভালো লাগিলো গো ছড়াখানা! লিখিয়া যাও!
গপ গপাগপ গুপ,
হাপুস হুপুস হাপুস হুপুস
হাপুস হুপুস হুপ।
.
জিভে যদি আসে
আমি আর আমার খাওয়াতো ভাইয়ের জন্য এ খাবার।
দ্য স্লেভ???
মন্তব্য করতে লগইন করুন