টাপুরটুপুর টুপ

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ৩০ এপ্রিল, ২০১৪, ০৪:১৬:৪৯ বিকাল

টাপুরটুপুর টাপুরটুপুর

টাপুরটুপুর টুপ,

ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে

সুয্যিমামা চুপ।

.

শন শন শন বয়ে যায়

উথালপাথাল হাওয়া,

এমন দিনে জমবে ভালো

খিচুড়িটা খাওয়া।

.

ভর্তা, আচার, ইলিশ দিয়ে

গপ গপাগপ গুপ,

হাপুস হুপুস হাপুস হুপুস

হাপুস হুপুস হুপ।

.

জিভে যদি আসে তোমার

অথৈ বানের পানি,

আমায় কিন্তু দিওনা কেউ

কটমটে চোখ রাঙানি।

বিষয়: বিবিধ

১৭৩৮ বার পঠিত, ৬৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215434
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৯
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বৃষ্টি নিয়ে কবিতা লিখছি বলে আমাকে কত জনে কত কথ কয় ।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2668/rashic/44083
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪০
163705
ফাতিমা মারিয়াম লিখেছেন :

লোকে যদি মন্দ কয়
তাতে কি আসতে পারে
কবির পরাজয়???

ঝটপট লিখে যান
মনে আসে যাহা,
পড়ে বলবে সবাই
বেশ! বেশ!! আহা!!!
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১২
163733
প্রবাসী মজুমদার লিখেছেন : শান্ত কবিকে ক্ষ্যাপাও আজি
না হয় জাগবেনা কবি,
কবি জাগলে বিদ্রোহী কবিতায়
উঠে আসবে আহতের ছবি।
খোচা দিয়ে কবিকে বল
ভোর হয়েছে কবে,
উঠ এবার লিখে যাও কবি
না হয় কি বিপ্লব হবে?

৩০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
163776
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আনোয়ার ভাই, আমারে আগুন ধরাই দিলেন । এখন আমি কোন সাগরে ঝাপ দিই.।
215435
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩২
প্রবাসী মজুমদার লিখেছেন : স্বল্প কথায় সুন্দর কবিতা। কবিদের আরও কবিতা চাই। এসময়ে নাকি কবিতার জম্ন বেশী হয়। অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৫
163712
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ মজুমদার ভাই...আপনার মত অত সুন্দর করে বিদ্রোহীভাব নিয়ে লিখতে পারিনা।
215436
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৬
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
গেল রাত্রের শেষ ভাগে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে আমার ঘরের ভিতরেও বৃষ্টির পানি ঢুকেছে।
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৭
163715
ফাতিমা মারিয়াম লিখেছেন : হুমম....তারপরও জনমনে স্বস্তি যে গরমটা কমেছে।
215443
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৩
সালমা লিখেছেন : সুন্দর কবিতার জন্য সুন্দর একটা ধন্যবাদ Rose Rose
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৯
163716
ফাতিমা মারিয়াম লিখেছেন : এত সুন্দর মন্তব্যের জন্য বেশি সুন্দর ধন্যবাদ দিলাম।
215447
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন Rose Rose
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫৯
163717
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ দিলামGood Luck
215452
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০১
টোকাই বাবু লিখেছেন : Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৯
163729
ফাতিমা মারিয়াম লিখেছেন : Give Up Give Up Give Up Give Up Give Up Give Up Give Up Give Up Give Up Give Up
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৮:০১
163821
টোকাই বাবু লিখেছেন : Applause Applause Applause Applause Applause Applause Applause Applause Applause Applause Applause Applause Applause Applause Applause Applause Applause Applause Applause Applause Applause
০১ মে ২০১৪ সকাল ০৭:২৮
163986
ফাতিমা মারিয়াম লিখেছেন : Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee
০১ মে ২০১৪ রাত ১০:৪৮
164395
টোকাই বাবু লিখেছেন : :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/
০২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
164740
ফাতিমা মারিয়াম লিখেছেন : D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D

এইটার মানে কি???
০২ মে ২০১৪ রাত ১০:২২
164846
টোকাই বাবু লিখেছেন : :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ :D/ dancing
215457
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৯
শেখের পোলা লিখেছেন : 'দোষ দিওনা' বললে কি আর
দোষ পড়বে চাপা!
খিচুড়ীগুলো রান্নাহল, চুপটি করে
একলা খেলেন আপা?
ঘ্রাণ পেয়েছি ইলিশ ভাজার,
দুঃখ বড় হল,
অত গুলো কেমন করে
একলা বসে খেলো!
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৭
163736
ফাতিমা মারিয়াম লিখেছেন :


একা কি আর খেতে পারি?
এত্তগুলো খাবার?
সবাই মিলে খেয়ে ফেলে
করলেন সব সাবাড়!

এরপরও খাবার চেয়ে
যারা করেন কান্না,
জলদি করে যান কিচেনে
শুরু করেন রান্না।

৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৭
163737
আবু তাহের মিয়াজী লিখেছেন : আর এমন হবেনা
দু:খ নিবেন্না ভাই!
ভূনা খিচুড়ী রান্না হলে
ঝটপট দায়াত চাই!Tongue Tongue
৩০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
163767
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : বৃষ্টি থেকে শুরু হলো
খাওয়া খিচুরী
ঠেলাঠেলি চলছে কেমন
আমি কী করি?

৩০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
163782
শেখের পোলা লিখেছেন : রান্না করা বেজায় কঠিন
রাঁধতে জানিনা,
থাকতে আপা, রাঁধলে আমি,
বকা দেবে মা৷
০১ মে ২০১৪ সকাল ০৭:২৫
163985
ফাতিমা মারিয়াম লিখেছেন :


একটুও বকবেনা মা
খুশি হবে মনে মনে,
বলবে -'আমার দুষ্টু ছেলে
এত্ত রান্না জানে!!!'
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
164294
শেখের পোলা লিখেছেন : আপু আমার বেজায় ভাল
জ্ঞানের কথ বলে,
রান্ন ঘরে দেখলে আমায়,
হঠাত আসে চলে৷
এসেই বলে খুব হয়েছে,
এখান থেকে যা!
রেঁধে বেড়ে দিচ্ছি তোরে,
মুখ হাত ধুয়ে খা!
০২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
164736
ফাতিমা মারিয়াম লিখেছেন :


না না না ছোট্টবোনটি দুষ্টু ভীষণ
আঁটছে মনে বিরাট ফন্দি,
আজকে আমার ভাইয়াটাকে
রান্নাঘরে করব বন্দি।

দেখব আজকে ভাইয়া আমার
কয়টা পদ রান্না করে?
কেমন মজা হবে সব
ভাবতেই জিভ জলে ভরে!!!



০২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
164762
শেখের পোলা লিখেছেন : সেই রান্না দেখেই আপু
বলবে কিতা জানো?
'ভাইটা আমার অপদার্থ,
যোগ্যতা নেই কোনো৷
খুব হয়েছে,বোঝা গেছে,
এবারর এখান থেকে যা,
আমার রান্না এখনই হবে,
তখন এসে খা৷
০২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
164764
ফাতিমা মারিয়াম লিখেছেন :


ভাইয়ের রান্নাই খাব আজ
পণ করেছি মনে,
ভাইয়া যদি নাইবা রাঁধে
চলেই যাব বনে।
০৩ মে ২০১৪ সকাল ০৬:৫৫
164950
শেখের পোলা লিখেছেন : বালাই বল, ষাট বল,
তাও কখনও হয়!
টিভিটারে চালিয়ে দেখি,
সিদ্দীকা আপা কি কয়৷
মন্দ ভালো যে যা বলুক
পরওয়া করি না,
আমার আপু বনে যাবে
সইতে পারিনা৷
০৩ মে ২০১৪ সকাল ০৮:০৫
164953
বৃত্তের বাইরে লিখেছেন :

সিদ্দিকা আপুর রেসিপিতে
খিচুড়ি হলো রাঁধা
হাপুস হুপুস খেয়ে নিলাম
বোনদের হয়নি সাধা
215458
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৯
আবু তাহের মিয়াজী লিখেছেন : বৃষ্টির কবিতার , টাপুরটুপুর টুপ ধন্যবাদ।
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২০
163739
ফাতিমা মারিয়াম লিখেছেন :

ধন্যবাদ বুঝে পেলাম
টাপুর টুপুর টুপ,
আপনাকেও ধন্যবাদ
দিয়ে দিলাম খুবGood Luck
215464
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৭
ইকুইকবাল লিখেছেন : মাশাআল্লাহ
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২১
163742
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ ইকবাল ভাইGood Luck
১০
215471
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৬
শিশির ভেজা ভোর লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৮
163743
ফাতিমা মারিয়াম লিখেছেন : জ্বি....আচ্ছাHappy
১১
215499
৩০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ
০১ মে ২০১৪ সকাল ০৭:২১
163984
ফাতিমা মারিয়াম লিখেছেন : উৎসাহিত করার জন্য আপনাকেও ধন্যবাদ।
১২
215553
৩০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
আফরা লিখেছেন : গুরুজী আপনি তো অনেক বড় কবি হয়ে যাচ্ছেন ,আমি কেন একটা লাইন ও মিলিয়ে লিখতে পারি না ।
০১ মে ২০১৪ সকাল ০৭:২০
163983
ফাতিমা মারিয়াম লিখেছেন : জুনিয়র... আসো তোমাকে ছড়া/কবিতা লেখা শিখিয়ে দিই...Tongue
১৩
215616
৩০ এপ্রিল ২০১৪ রাত ১০:১০
০১ মে ২০১৪ সকাল ০৭:১৯
163982
ফাতিমা মারিয়াম লিখেছেন : Frustrated Rose Good Luck Rose
১৪
215653
৩০ এপ্রিল ২০১৪ রাত ১১:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পড়তে পড়তে বৃষ্টি শেষ!
০১ মে ২০১৪ সকাল ০৭:১৮
163981
ফাতিমা মারিয়াম লিখেছেন : চিন্তার কিছু নেই আবার হবে.....Praying
১৫
215684
০১ মে ২০১৪ রাত ০১:১৪
বৃত্তের বাইরে লিখেছেন : আপু কবিতা সুন্দর হয়েছে Good Luck Rose খিচুড়ি ইলিশ খাওয়ান!!
০১ মে ২০১৪ সকাল ০৭:১৮
163980
ফাতিমা মারিয়াম লিখেছেন :
১৬
215706
০১ মে ২০১৪ রাত ০৩:৩৭
প্যারিস থেকে আমি লিখেছেন :
রুমঝুমাঝুম বৃষ্টি নিয়ে
ফাতিমাপু লিখে
ছড়ায় ছন্দে গন্ধ বিলায়
অন্যরা সব ফিকে।
০১ মে ২০১৪ সকাল ০৭:১৩
163977
ফাতিমা মারিয়াম লিখেছেন :


কেউ হেথায় নয়তো ফিকে
ধূসরও কেউ নয়,
সবার হাতে কলম দিলেই
ছন্দ ছড়া হয়।
১৭
216066
০১ মে ২০১৪ বিকাল ০৪:৫৮
জবলুল হক লিখেছেন : বিদেশ আসার পর বৃষ্টি আর ভালো লাগে না। এই খানে গ্রীষ্মের তুলনায় শীতে বৃষ্টিপাত বেশি হয়। আর আমি যে শহরে থাকি তাকে আমি বৃষ্টির নগরী বলে ডাকি। কারন এই খানে কি শীত কি গ্রীষ্ম, এত বেশি বৃষ্টি হয় মাঝে মাঝে রোদের জন্য আমাদের মন হাহাকার করে। রোদ উঠলে আমাদের অনেক আনন্দ লাগে।
তবে বৃষ্টি নিয়ে আপনার ছড়া অনেক চমৎকার হয়েছে ।
০২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
164742
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার অভিব্যক্তি প্রকাশ করার জন্য ধন্যবাদ।
১৮
216130
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২২
নোমান২৯ লিখেছেন : মাশাআল্লাহ ।সত্যি-ই অসাধারণ আপু। Good Luck Good Luck
০২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
164743
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ।
১৯
216155
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
মোহাম্মদ লোকমান লিখেছেন : ছন্দময় ছড়াটি খুব ভালো লাগলো।
০২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১০
164744
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ।
২০
216222
০১ মে ২০১৪ রাত ১০:০৪
ইমরান ভাই লিখেছেন : লেবুর পাতা করমচা, যা বৃষ্টি চলে যা।
০২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১১
164745
ফাতিমা মারিয়াম লিখেছেন :



যা বৃষ্টি যারে যা
কালকে আসিস আজকে না...।

২১
216301
০১ মে ২০১৪ রাত ১১:২২
সুমাইয়া হাবীবা লিখেছেন : আপনার পোষ্টে ঢুকলাম আর বাইরে উথাল পাথাল হাওয়া শুরু হলো.. সাথে বৃষ্টির ফোঁটা.. Angel Bee Bee
০২ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
164748
ফাতিমা মারিয়াম লিখেছেন : যখনই বৃষ্টির অভাববোধ করবেন তখনই আমার পোস্ট পড়বেনTongue


প্রথম স্থান অধিকার করার জন্য সুমুমণিকে ধন্যবাদGood Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
২২
218786
০৭ মে ২০১৪ রাত ১১:২৪
আবু বকর সিদ্দিক লিখেছেন : খুব সুন্দর ,খুব ভালো লাগলো। ধন্যবাদ
০৮ মে ২০১৪ সকাল ১০:৩৮
166824
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনার জন্যও ধন্যবাদ রইলো...Good Luck
২৩
218803
০৮ মে ২০১৪ রাত ১২:৩৪
ধ্রুব নীল লিখেছেন : সুন্দর...
০৮ মে ২০১৪ সকাল ১০:৩৮
166826
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ....Good Luck
২৪
219022
০৮ মে ২০১৪ বিকাল ০৪:২০
পরিচিত লিখেছেন : ছন্দের জুড়ি নাই-- খুব খুব ভাল লাগল- ধন্যবাদ--
০৮ মে ২০১৪ বিকাল ০৪:২৪
166929
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনাকেও ধন্যবাদGood Luck
২৫
226190
২৫ মে ২০১৪ রাত ০৯:১৪
বইয়ের পাতায় রোদের আলো লিখেছেন : আহা বৃষ্টি আহা বর্ষা Love Struck Love Struck Love Struck Love Struck


ভালো লাগিলো গো ছড়াখানা! লিখিয়া যাও!
২৭ মে ২০১৪ বিকাল ০৪:১০
173873
ফাতিমা মারিয়াম লিখেছেন : ভালো লাগিলো জানিয়া প্রীত হইলুম গো আম্মিজানLove Struck Love Struck Love Struck
২৬
230797
০৫ জুন ২০১৪ সকাল ০৯:১৯
আওণ রাহ'বার লিখেছেন : ভর্তা, আচার, ইলিশ দিয়ে
গপ গপাগপ গুপ,
হাপুস হুপুস হাপুস হুপুস
হাপুস হুপুস হুপ।
.
জিভে যদি আসে
আমি আর আমার খাওয়াতো ভাইয়ের জন্য এ খাবার।
০৫ জুন ২০১৪ সকাল ১১:৪৪
177625
ফাতিমা মারিয়াম লিখেছেন : খাওয়াতো ভাইটা কে???Surprised

দ্য স্লেভ???Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File