আমি ডাস্টবিন থেকে বলছি......

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৬ এপ্রিল, ২০১৪, ০৮:০৪:৩২ রাত

একটু শোন!

তোমরা শুনতে পাচ্ছ?

আমি চিৎকার করে জানতে চাচ্ছি –

তোমরা কি আমার আর্তনাদ শুনতে পাচ্ছ?

.

আমি ডাস্টবিন থেকে বলছি......

হ্যাঁ; আমার ঠাঁই হয়েছে ডাস্টবিনে......

নাম পরিচয়হীন বেওয়ারিশ লাশ হিসেবে।

চেয়ে দ্যাখ! আমার চারপাশে কি ময়লা

নোংরা পরিবেশ......।

.

আমারতো এই পরিবেশে থাকার কথা ছিলোনা।

আজতো আমার মায়ের কোলে শুয়ে

ঘুম যাওয়ার কথা ছিল।

কিন্তু আমার মা আমাকে এখানে রেখে গেছে?!!!

না না না আমি বিশ্বাস করিনা!

কোন মা কি তা পারে?

.

তোমরা আমায় একটু স্বান্তনার কথা শোনাও না!

আমাকে তোমরা একটু বল না যে

এই জঘন্য কাজ আমার মা করেনি,

অথবা এতে আমার মায়ের কোন

নিরব সমর্থন ও ছিলোনা।

.

রূপকথার গল্পের কোন এক ডাইনি

অথবা কোন জাদুকর

আমার মাকে ঘুম পাড়িয়ে

আমাকে এখানে রেখে গেছে!

আমার মা কিছুই জানে না!

সে হয়ত জানেইনা তার মানিকসোনা এখন মৃত!!!

একটু পরেই ঘুম ভাঙ্গলে

মা হয়ত আমাকে দেখতে চাইবে।

কোলে নিতে চাইবে!

.

আচ্ছা! আমারতো এখন

মায়ের শালদুধ খাওয়ার কথা ছিল!!

কিন্তু ওরা আমায় এটা কি খাইয়ে দিয়েছে?

এর স্বাদ এমন কেন?

এই জিনিসটা খাওয়ার পর আমি

আমি নির্জীব হয়ে গেছি।

আমার প্রাণ স্পন্দন থেমে গেছে।

আমি...............

.

আমি আর ভাবতে পারছিনা

কিছু ভাবতেও চাইনা!!!

কারণ ভাবার কোন সুযোগ আমার এখন নেই!!

আমি এখন শুধু অপেক্ষা করব......।

সেই দিনের অপেক্ষা......

যেদিন মহান প্রভু সবাইকে তাদের

ভালোমন্দ কাজের হিসেব বুঝিয়ে দেবেন।

সেদিন আমি আমার

পিতা(!),

মাতা(!),

আপনজন(!)

সবার কাছ থেকে আমার সব অধিকার

কড়ায় গণ্ডায় বুঝে নেব।

আমি অপেক্ষার জগতে গেলাম।

জানি! এ জগতে সবাই আসবে।

তারপর.........!!!???

খবরের সূত্রঃ মগবাজারে নবজাতকের লাশ উদ্ধার

বিষয়: বিবিধ

১৬৩১ বার পঠিত, ৪৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213625
২৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : উফ Broken Heartসমাজের এই চিত্র কবে পাল্টাবে ?
২৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫৩
161862
ফাতিমা মারিয়াম লিখেছেন : যেদিন সমাজের মানুষ সম্পূর্ণভাবে ইসলামী জীবনব্যবস্থা মেনে চলবে।Praying
213626
২৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : উফ Rolling Eyes সমাজের এই চিত্র কবে পাল্টাবে ?
২৬ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৬
161878
ফাতিমা মারিয়াম লিখেছেন : Sad Sad Sad
213631
২৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৭
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ভয়ানক কষ্ট পেলাম পড়ে। এই জন্য কি স্বাধীনতা আনলাম? Sad
২৬ এপ্রিল ২০১৪ রাত ০৯:১২
161873
ফাতিমা মারিয়াম লিখেছেন : বিষয়টা কষ্ট পাওয়ার মতই Sad
213632
২৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৭
মনটা আমার বাঁধনহারা লিখেছেন : দুনিয়ার লাখো কোটি মানুষের ভিড়ে
আশরাফুল মাখলুকাত হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে....
২৬ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৩
161874
ফাতিমা মারিয়াম লিখেছেন : এই খবরগুলি পড়লে ভীষণ খারাপ লাগে Sad
213635
২৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : Sad Sad Sad এইভাবে এত বৈষম্য রেখে একটি সমাজ এগুবে কি করে?
২৬ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৪
161875
ফাতিমা মারিয়াম লিখেছেন : সমাজ কি আদৌ এগিয়ে যাচ্ছে? Sad
213636
২৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪২
মোবারক লিখেছেন : ভালো লাগলো
২৬ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৪
161876
ফাতিমা মারিয়াম লিখেছেন : কি ভালো লাগলো?
২৬ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৬
161881
মোবারক লিখেছেন : সেই দিনের অপেক্ষা......

যেদিন মহান প্রভু সবাইকে তাদের

ভালোমন্দ কাজের হিসেব বুঝিয়ে দেবেন।
213639
২৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫৭
ধ্রুব নীল লিখেছেন : আমাদের চারপাশটা যেন এক বিষাক্ত মায়াপুরী । কত গান, কত সুর, কত আয়োজন !!
সবই মেকি, ভূয়া আর জোচ্চরদের দখলে ।
কোনটি জায়েজ, কোনটি নাজায়েজ, কোন কাজটি ফরজ আর কোন কাজটি নফল সব ঠিক করে দেয় এই মায়াপুরীর ক্ষমতাধর ব্যক্তিবর্গজন । এ পৃথিবীটাকে কেউ সাজাতে চায়না নতুন করে, বরং স্বার্থান্বেষী আসক্তিতে বিষাক্ত করে ফেলে রক্তাত্ব হয়ে যাওয়া এই মায়াপুরী । কি কঠিন মনের মানুষগুলো !
২৬ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৫
161877
ফাতিমা মারিয়াম লিখেছেন : এই সমাজকে পাল্টানোর দায়িত্ব আমাদেরকেই নিতে হবে......কিন্তু..... Sad
213677
২৬ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৩
আহমদ মুসা লিখেছেন : একুশে টিভিতে প্রচারিত চট্টগ্রামে বিউটি পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের একটি সামাজিক অবক্ষয়ের ডকুমেন্টরী কে যেন ফেইসবুকে শেয়ার করেছিলেন।
বিউটি পার্লারসহ বিভিন্ন অসামাজিক ভাইরাস চড়ানোর কেন্দ্রগুলোকে যদি নিয়্ন্ত্রণ করা যেত তবে এসব কর্মকান্ডের কিছুটা হলেও কমে আসতো।
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৩
162640
ফাতিমা মারিয়াম লিখেছেন : ভিডিওটা দেখিনি। হুমম....এসব অনাচার রোধ করার জন্য এই ধরণের পদক্ষেপ নিলে কিছুটা অপরাধ হয়তো কমত...।
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২২
162648
আহমদ মুসা লিখেছেন : এখানে লিংক দিলাম।
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৬
162658
ফাতিমা মারিয়াম লিখেছেন : লিঙ্ক শেয়ার করার জন্য ধন্যবাদ। পুরোটাই দেখলাম। যতদিন পর্যন্ত আমাদের প্রশাসন দূর্ণীতিমুক্ত না হবে ততদিন পর্যন্ত এসব ব্যবসা বন্ধ হবে না।
213698
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:৫৮
বৃত্তের বাইরে লিখেছেন : কষ্ট পেলাম পড়ে।
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৫
162641
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমিও ভীষণ কষ্ট পেয়াছি। প্রায়ই এই সংবাদ পড়তে হয়!! তখন মানুষ হিসেবে নিজেকে বেশ অসহায় মনে হয়।
১০
213725
২৭ এপ্রিল ২০১৪ রাত ০১:৪১
আফরা লিখেছেন : মানুষ হয়ে গেছে অমানুষ ।অনেক কষ্ট পাইলাম গুরুজী ।
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৮
162643
ফাতিমা মারিয়াম লিখেছেন : এই ধরণের খবরগুলো পড়লে মনে হয় আমরা কি আসলেই মানুষ???
১১
213728
২৭ এপ্রিল ২০১৪ রাত ০১:৫১
আবু তাহের মিয়াজী লিখেছেন : যে দিন এ নিউজটা দেখেছি , সেদিন দু'চোখ দিয়ে পানি পড়ে ছিলো.....।
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২০
162644
ফাতিমা মারিয়াম লিখেছেন : মানবসন্তানের স্থান কি ভাবে ডাষ্টবিনে হয়? সুশীলসমাজের কাছে এর উত্তর আছে কি???
১২
213736
২৭ এপ্রিল ২০১৪ রাত ০২:৫০
প্যারিস থেকে আমি লিখেছেন : দিন দিন আমরা যেন কেমন হয়ে যাচ্ছি।
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২০
162645
ফাতিমা মারিয়াম লিখেছেন : কোথায় আজ আমাদের সুশীল সমাজ???
১৩
213756
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৪:৩০
মহি১১মাসুম লিখেছেন : রাষ্ট্র পরিচালনায় নীতি দ্বারা পরিচালিত না হয়ে অর্থের দ্বারা পরিচালিত হলে ক্ষেত্র বিশের মানব শিশুর চাইতে পোষ্য পশুও অনেক বেশী গুরুত্ব পায়।
আসুন মানবিকতার পক্ষের তৃতীয় শক্তি গড়ে তুলি।
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৫
162681
ফাতিমা মারিয়াম লিখেছেন : রাষ্ট্র পরিচালনার নীতি যদি সম্পুর্ণ কুরআন ও সুন্নাহ ভিত্তিক হয় তবেই মানব শিশু তার মর্যাদা পাবে।
১৪
213800
২৭ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : নিজের আত্মজাকে যে মেয়ে বা ছেলে এভাবে হত্যা করতে পারে সে শুধু আকৃতিতেই মানুষ, নৈতিকতায় সে পশুরও অধম।

লক্ষ্য করুন, এরা ব্যভিচার করতে লজ্জা পায়নি কিন্তু সেটা স্বীকার করতে এদের লজ্জা।
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৮
162682
ফাতিমা মারিয়াম লিখেছেন : কারণ হল ব্যভিচার এখন খুব সহজলভ্য হয়ে গেছে। সামাজিক কিংবা ধর্মীয় অনুশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এরা সদম্ভে চলে। আর এর বলী হয় নবজাতক।
১৫
213882
২৭ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৮
প্রবাসী মজুমদার লিখেছেন : আমাদের ভেতরে বাস করা অমানুষটার কুৎসিত চরিত্র ফুটে উঠেচে আপনার কবিতায়। এ যেন পৃথিবী থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়া এক আহত নিষ্পাপ মনের আকুতি। এ দায়ভার একদিন আমাদেরকে নিতেই হবে।

ধন্যবাদ আপনার অনুভুতি পুর্ন কবিতার জন্য।
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩১
162684
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমাদের সুশিলসমাজ আজ অন্ধ। এই ডাষ্টবীনগুলো তাদের দৃষ্টিগোচর হয়না।
১৬
214021
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৭
সুমাইয়া হাবীবা লিখেছেন : বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম এই বিষয়টা নিয়ে লিখবো। কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিলনা। ধন্যবাদ।
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩২
162687
ফাতিমা মারিয়াম লিখেছেন : লিখে ফেলুন। সামাজিক এসব অনাচারের বিরুদ্ধে লিখতে থাকুন।
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১১:০২
163485
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সময় হপে কি করে? যেহারে মন্তব্য করা শুরু করছেন অলরেডী আমি ডাউন Sad Sad
১৭
214141
২৮ এপ্রিল ২০১৪ রাত ০১:০৭
দ্য স্লেভ লিখেছেন : সমাজকে উৎসাহিত করা হচ্ছে ওইসব ডাস্টবিনের ব্যাপারে।
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৩
162688
ফাতিমা মারিয়াম লিখেছেন : সমাজপতিরা এখানে অন্ধ,বোবা ও বধির।
১৮
214430
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫১
সালাহ খান লিখেছেন : হাসিনার জ্বালায় নিদ্রাহীন রাত যাপন করছি , কিছু সময় আসি ব্লগে অনেক কষ্ট হয় । তবুও লিখার কাজ না চালালে প্রভুর কাছে ফের জবাব দিতে হবে । যাহোক , যে সমাজ ধর্মকে নির্বাসনে পাঠায় সে সমাজে এটা ঘটাটাই স্বাভাবিক , সে সমাজে পরিবারগুলো ভেঙ্গে পড়ে । আপনার লিখনীর মাধ্যমে সে বাস্তবতা তুলে ধরেছেন । শুভেচ্ছা রইল - আল্লাহ দেশের ৫০ ভাগ ঘরে আপনাদের মত নাইয়ুরী দান করুণ সেই কামনাই রইল
২৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:১১
162823
ফাতিমা মারিয়াম লিখেছেন : ঘুমন্ত সমাজকে জাগিয়ে তোলার দায়িত্ব আমাদের সবাইকেই নিতে হবে। ধন্যবাদ।
১৯
215269
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১১:০২
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৬
163689
ফাতিমা মারিয়াম লিখেছেন : একজন মানুষ(!) কতটা নির্লজ্জ হলে কতটা অমানুষ হলে নিজসন্তানকে ডাষ্টবিনে পাঠাতে পারে?!!!
২০
218065
০৬ মে ২০১৪ দুপুর ০১:১৮
আলোকিত প্রদীপ লিখেছেন : দুইবার এরকম নবজাতকের লাশ নিজ চোখে দেখেছি। কি ভয়ঙ্কর পৃথিবীটা! এই ধরণের মানুষগুলা!
০৮ মে ২০১৪ সকাল ১০:৪০
166827
ফাতিমা মারিয়াম লিখেছেন : এরকম দৃশ্য দেখা থেকে আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন।
২১
218953
০৮ মে ২০১৪ দুপুর ০১:১২
আবু বকর সিদ্দিক লিখেছেন : আধুনিকতার কারনে পুরো পৃথিবীটায় যেন ডাষ্টবিন হয়ে যাচ্ছে।
০৮ মে ২০১৪ বিকাল ০৪:১৩
166922
ফাতিমা মারিয়াম লিখেছেন : আসলেই.....Worried
২২
221552
১৪ মে ২০১৪ রাত ০৮:১২
নিলা পাথর লিখেছেন : ভালো লাগলো। অনেক ধন্যবাদ
১৭ মে ২০১৪ বিকাল ০৪:১৬
169926
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনাকেও ধন্যবাদHappy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File