আমি ডাস্টবিন থেকে বলছি......
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৬ এপ্রিল, ২০১৪, ০৮:০৪:৩২ রাত
একটু শোন!
তোমরা শুনতে পাচ্ছ?
আমি চিৎকার করে জানতে চাচ্ছি –
তোমরা কি আমার আর্তনাদ শুনতে পাচ্ছ?
.
আমি ডাস্টবিন থেকে বলছি......
হ্যাঁ; আমার ঠাঁই হয়েছে ডাস্টবিনে......
নাম পরিচয়হীন বেওয়ারিশ লাশ হিসেবে।
চেয়ে দ্যাখ! আমার চারপাশে কি ময়লা
নোংরা পরিবেশ......।
.
আমারতো এই পরিবেশে থাকার কথা ছিলোনা।
আজতো আমার মায়ের কোলে শুয়ে
ঘুম যাওয়ার কথা ছিল।
কিন্তু আমার মা আমাকে এখানে রেখে গেছে?!!!
না না না আমি বিশ্বাস করিনা!
কোন মা কি তা পারে?
.
তোমরা আমায় একটু স্বান্তনার কথা শোনাও না!
আমাকে তোমরা একটু বল না যে
এই জঘন্য কাজ আমার মা করেনি,
অথবা এতে আমার মায়ের কোন
নিরব সমর্থন ও ছিলোনা।
.
রূপকথার গল্পের কোন এক ডাইনি
অথবা কোন জাদুকর
আমার মাকে ঘুম পাড়িয়ে
আমাকে এখানে রেখে গেছে!
আমার মা কিছুই জানে না!
সে হয়ত জানেইনা তার মানিকসোনা এখন মৃত!!!
একটু পরেই ঘুম ভাঙ্গলে
মা হয়ত আমাকে দেখতে চাইবে।
কোলে নিতে চাইবে!
.
আচ্ছা! আমারতো এখন
মায়ের শালদুধ খাওয়ার কথা ছিল!!
কিন্তু ওরা আমায় এটা কি খাইয়ে দিয়েছে?
এর স্বাদ এমন কেন?
এই জিনিসটা খাওয়ার পর আমি
আমি নির্জীব হয়ে গেছি।
আমার প্রাণ স্পন্দন থেমে গেছে।
আমি...............
.
আমি আর ভাবতে পারছিনা
কিছু ভাবতেও চাইনা!!!
কারণ ভাবার কোন সুযোগ আমার এখন নেই!!
আমি এখন শুধু অপেক্ষা করব......।
সেই দিনের অপেক্ষা......
যেদিন মহান প্রভু সবাইকে তাদের
ভালোমন্দ কাজের হিসেব বুঝিয়ে দেবেন।
সেদিন আমি আমার
পিতা(!),
মাতা(!),
আপনজন(!)
সবার কাছ থেকে আমার সব অধিকার
কড়ায় গণ্ডায় বুঝে নেব।
আমি অপেক্ষার জগতে গেলাম।
জানি! এ জগতে সবাই আসবে।
তারপর.........!!!???
খবরের সূত্রঃ মগবাজারে নবজাতকের লাশ উদ্ধার
বিষয়: বিবিধ
১৬৩১ বার পঠিত, ৪৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আশরাফুল মাখলুকাত হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে....
যেদিন মহান প্রভু সবাইকে তাদের
ভালোমন্দ কাজের হিসেব বুঝিয়ে দেবেন।
সবই মেকি, ভূয়া আর জোচ্চরদের দখলে ।
কোনটি জায়েজ, কোনটি নাজায়েজ, কোন কাজটি ফরজ আর কোন কাজটি নফল সব ঠিক করে দেয় এই মায়াপুরীর ক্ষমতাধর ব্যক্তিবর্গজন । এ পৃথিবীটাকে কেউ সাজাতে চায়না নতুন করে, বরং স্বার্থান্বেষী আসক্তিতে বিষাক্ত করে ফেলে রক্তাত্ব হয়ে যাওয়া এই মায়াপুরী । কি কঠিন মনের মানুষগুলো !
বিউটি পার্লারসহ বিভিন্ন অসামাজিক ভাইরাস চড়ানোর কেন্দ্রগুলোকে যদি নিয়্ন্ত্রণ করা যেত তবে এসব কর্মকান্ডের কিছুটা হলেও কমে আসতো।
আসুন মানবিকতার পক্ষের তৃতীয় শক্তি গড়ে তুলি।
লক্ষ্য করুন, এরা ব্যভিচার করতে লজ্জা পায়নি কিন্তু সেটা স্বীকার করতে এদের লজ্জা।
ধন্যবাদ আপনার অনুভুতি পুর্ন কবিতার জন্য।
মন্তব্য করতে লগইন করুন