ছন্দে ছন্দে আল কুরআন-১
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৬ জানুয়ারি, ২০১৩, ০৪:১৭:৩৯ বিকাল
দুনিয়ার মোহ
----------------------------
চাই চাই আরো চাই সব কিছু বেশি বেশি,
গাড়ি বাড়ি সোনা দানা চাও বুঝি রাশি রাশি।
নাম, যশ ও অর্থের প্রতিযোগী হয়ে
রয়ে গেছ উদাসীন নীতি গেছে ক্ষয়ে ।
.
পড়ে আছো তুমি আজ দুনিয়ার মোহে
কাল রবে এই দেহ কবরের গৃহে ,
যদি তুমি জানতে. 'কি হবে সেদিন '
তবে তুমি করতেনা আমল বিলীন ।
.
লেলিহান আগুনের শিখা চোখে দেখে
সব পাপ পড়বে মনে একে একে ,
নিয়ামত দিয়েছিলেন যিনি তোমায়
করনিতো তুমি তাঁর শোকর আদায় ।
.
আলো বায়ু পানি আর সুস্বাদু খাবার
ধন জন শত শত করূনা অপার ,
চলো আজ সবে মিলে ঠিক পথে চলি
ভালো ভালো কাজ করি ভেদাভেদ ভুলি।
.
[ আত তাকাসুর ]
বিষয়: বিবিধ
২০৯০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মেনে নেয়া যায় না
৩বছরর আগের পোস্টে কোন কেমন্টস নেই কেন
মন্তব্য করতে লগইন করুন