নিখোঁজ সংবাদ
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:০১:৫৭ দুপুর
আচ্ছা......... এরা সব কোথায় গেল? আজ বেশ কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি আমাদের কয়েকজন স্বনামধন্য ব্লগারকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। আপনারা কেউ কি দেখেছেন? এদের কোন খবর কি আপনাদের কাছে আছে? সবাই না আসলে ব্লগ কি জমে বলুন? এরা কি আমাদেকে একটুও মিস করছেনা?
জান্নাত এখন নতুন সংসার নিয়ে ব্যস্ত! তাই আমাদেরকে ভুলে গেছে। মাঝে মাঝে একটু উঁকিঝুঁকি দিলে কি হয়? থাক............ আমি কিছুই বলবনা। আপনারাই একটু বিচার করেন।
রোদের আলো,গন্ধসুধা, সাদিয়া মুকিম, এরাতো একেবারেই হাওয়া!!! এদের মনে কি আমাদের প্রতি কোন ভালোবাসা নেই?
আফরোজা নাহয় অসুস্থ কিন্তু রোদেলা কই?
আরোহী, রাবেয়া রোশনী কোহেলী এরা 'হঠাৎ আলোর ঝলকানি'র মত মাঝে মধ্যে একটু ঝলমল করে।
আর রুবাইয়া??? সেতো অজ্ঞাতবাস থেকে এসে গতকাল সবার কীবোর্ড ভিজিয়ে দিয়েছে.........এই জন্য ব্লগ অপরাধ আইনে তার কঠিন শাস্তি হওয়া উচিৎ।
জারা অবশ্য নিয়মিত হতে শুরু করেছে............ দেখা যাক সে কি করে?
পেন্সিল নামে একজন ছিল সে কথাতো আমরা ভুলেই গেছি!!!!
বৃত্তের বাইরে থেকে একজন মাঝে মাঝে একটু উঁকিঝুঁকি মারে। কিন্তু তার এখন বৃত্তের ভিতরে আসা উচিৎ...।
ঝিঙেফুল, কবিতা আপাতো স্বেচ্ছা নির্বাসন নিয়েছেন
ইকিমণি, শুকনোপাতা, মিশেল এখন আর আমাদের কাছে আসেনা। দুই/একটা কথাও কয়না।
মাহবুব ভাই, ধ্রুবনীল, তানিন, অজানা পথিক কোথায়?
আরও নতুন/ পুরাতন কয়েকজন আছে যারা এখন আর নিয়মিত নয়। এদেরকে কি করা যায় বলেনতো? ?
আমরা চাই সবাই আসুক............ব্লগটাকে জমিয়ে রাখুক।
বিষয়: বিবিধ
২৪১২ বার পঠিত, ১২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১০ জানুয়ারী বিকাল ৫:২০ শেষ পোস্ট করে সেই যে উধাও আর ফিরে আসল না।
তার পুথির কয়েকটি কস্টের লাইন দিলাম।
ঝিঙেপুথি
যেখানেই থাকুন ঝিঙে আল্লাহ আপনাকে ভালো রাখুন আমিন।
আর আমাদের উপর তিনি ব্লগে নজর রাখুন আর দেখুন সবাই আপনাকে সত্যি অনেক পছন্দ করে।
ফিরে আসুক সবাই
আবার আসর জমাই
আমার ধারনা। এবং আমার ধারনা সত্যি হয় আলহামদুলিল্লাহ ।
তবে এটাও দুআ করি "যার জন্য যেই জিনিস টা ভাল আল্লাহ যেনো তাই করেন" আমিন।
তবে আগে ফিরে আসুক
[যাক, বাঁচা গেছে-
আমার নামে এখনো জিডি হয়নি-]
এই বেডারে ব্লগে ঢুকার পারমেশান কে দিছে!!???
এবারের মত মাফ করা যায় না!
আমি আবার জালিবেতের শাসন দেখতে পারি না!!
কবিতাপু কবিতা লিখুন।
কবিতাপু হারিকেনের দুষ্টুমি দেখুন।
কবিতাপু ব্লগে আসুন।
আচ্ছা আপনার জন্য
আশা করি অল্পদিনেই হারিয়ে যাওয়া বন্ধুরা ফিরে আসবেন ।
এজন্যই না আসা থুক্কু তা নয় ভিজিটর হিসেবে রয়েছি
অন্যকোন ব্যবস্থা করা যায় না?
এটা ভাবা অন্যায়, খুব অন্যায়।আমি যে তোমাকে আপু কত্তো ভালোবাসি তা বুঝাতে আমি ব্যার্থ! এ ব্যার্থতা আমার আর সহ্য হচ্ছে না।
সব ব্যর্থতার দায়ভার আমি নিলাম। তবুও নিয়মিত চাই
আমি এস,বির সাথেই হারানো.......
আপুজ্বী আমি আছি দৌড়ের উপর!ক্লাস, পরীক্ষা, কোচিং! বিশেষ করে এই বছরটা গতবছরের চাইতে পড়ার চাপ খুব বেশি! কি করবো বলো, ভার্চুয়াল জগতে সময় দিতে গেলে পড়ালেখার বারোটা বেজে যায়!
আমার সম্মানীত শিক্ষক/শিক্ষিকাগণের বিস্তর অভিযোগ আমার উপর। আমি নাকি দিন দিন পড়ালেখায় গাফেল হয়ে যাচ্ছি! তাই অনিচ্ছাসত্ত্বেও এই দূরত্ব তৈরী করতে হয়েছে! তোমাদেরকে মিস করি খুব।
তোমার জন্য এত্তগুলা ভালোবাসা!
শুনলাম গ্যাদা কালের ছবি দেয়া অনেক ভাইয়ারাও নিখোঁজ। ভাইয়ারা এদের মধ্যে আছে কিনা দেখেনতো আপু।
পোস্টে নিখোঁজ ভাই এবং বোনদের নাম দিয়েছি। তবে অনেক নামই বাদ পড়ে গেছে। যখন যার নাম মনে পড়ছে তাকেই সংযুক্ত করছি।
তাহলে বেশ হয়
জমে উঠবে
ব্লগ জগত।
আপুরা সবাই ফিরে আসুক , ব্লগটা আগের মত জমে উঠুক সেই প্রত্যাশা রইলো।
ভালো থাকুন আপুনি
সবাইকে নিয়মিত চাই
'পথহারা পাখী কেঁদে ফিরে একা... '
আর আপনারকে মুবারক বাদ, সুন্দর পোস্টের জন্য।
'ফিরে এসো ফিরে এসো.... '
কারন, আমি তো লিখতে জানি না।
ব্লগ পরিসংখ্যান
পোস্ট লিখেছেনঃ ৪৪ টি
মন্তব্য করেছেনঃ ২৮৫ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ১১০ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ১১০৬৫ বার
ব্লগে আছেনঃ ১০ মাস ১৪ দিন
৪৪টা পোস্ট লিখার পরও যদি বলেন -'আমি লিখতে পারিনা' তবে কিইবা করার আছে বলুন!!!
লিখে যান......নিয়মমিত। ধন্যবাদ
তবে আমার সর্বশেষ লেখাটি পড়ে এ ব্যাপারে আপনার মুল্যবান পরামর্শ বা কিছু বাদ পড়ে থাকলে তা লিখার অনুরোধ করছি।
যাক একজন হলেও এই সামান্যাকে মনে রেখেছে!!শুকরিয়া
কথা হবে আপু ইনশাআল্লাহ
তুমি থাক কই?
তবে যাই বলি না কেন, এই অধমকে এতটা ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ.....
মন্তব্য করতে লগইন করুন