বিয়ের গল্পের আসর
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:০৩:১০ দুপুর
সবাই যখন মজা করে
লিখছে বিয়ের গল্প,
আমি তখন ভাবছি বসে
লিখব নাকি অল্প?
অল্প কথায় যায় কি লিখা
বিয়ের কাহিনী?
চমত্কার সব লেখা লিখছে
ব্লগার বাহিনী।
.
এত্ত মজার কথার ভিড়ে
আমারটা কি টিকে?
তাইতো আমি লিখিনি
মোর বিয়ের কাহিনীকে!
চুপটি করে বসে বসে
পড়ি সবার কথা ,
কারও লেখায় পাই আনন্দ
কারোটায় পাই ব্যাথা।
.
দুঃখসুখের এই আসরে
লিখছে সবাই বেশ!
থাকবে মনে অনেকদিন
এসব লেখার রেশ।
লিখতে থাকুন সবাই মিলে
প্রাইজ নাইবা পেলেন ,
কত লেখা পেলাম মোরা
এটাই কি কম বলেন?
.
কত রকম গল্প এলো
কত রকম লেখা!
কি করে সব লিখছে সবাই
ভাবছি বসে একা!!
ভাবতে ভাবতে সময়টাও
হয়ে গেল পার,
আমার গল্প লিখব আমি
হয়ত আসছে বার!!!
বিষয়: বিবিধ
১৬৭০ বার পঠিত, ৯২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হে ফাঁকিবাজ!
কোথায় লুকিয়ে থাক তুমি?
তোমার জন্য সর্বদা
চিন্তিত থাকি আমি :
আমারটা কি টিকে?
তাইতো আমি লিখিনি
মোর বিয়ের কাহিনীকে!
আপনি তো দেখছি আমার মনের কথাই বলে দিলেন। এবার আশা করছি আপনার মনের কথাটাই আমাদের মাঝে শেয়ার করবেন।
তবে আপনার কবিতা পড়ে মুগ্দ হলাম।
লিখেন মনের কথা ?
সব কথাকেই সুতোয় বেঁধে
কথার মালা গাঁথা !
অপেক্ষাতে ছিলাম বসে
শুনব বিয়ের গল্প ,
ফাতিমা আপুর বিয়ের গাথা
হোক না যতই অল্প !
কিন্তু আপু দিলেন ফাঁকি
সময় নাকি শেষ ,
মডু ভাইয়া ! সময় বাড়ান ....
না কাটুক এর রেশ !
আহা বেশ! বেশ!! বেশ!!!
এই আয়োজন সবাইকেই
বানিয়ে দিলো কবি,:
সবার মনেই উঁকি দেয়
ছন্দকথার ছবি
একটু দাঁড়ান, ধৈর্য্য ধরুন
বলছি আমি সবই!!!
গিয়েছিলাম সেই রূপকথার গল্পগাঁথা
ছোট্র সুদূর গাঁয়ে!!
একটু দাঁড়ান, ধৈর্য্য ধরুন
বলছি আমি সবই!!!
গিয়েছিলাম সেই রূপকথার গল্পগাঁথা
ছোট্র সুদূর গাঁয়ে!!
চালাকিটা বেশ ভাল ফাতেমা আপার
নিজের বিয়ের গল্প বলবে ডাক দিল জোরে
বিয়ে সেথা উড়ে গেল ফাকিবাজির তরে
মোটেও আমি বলতে চাইনা
আমার বিয়ের গল্প
চেয়ে দেখুন আয়োজনের
সময় আছে অল্প
বিয়ের রান্নায় দিন এলাচ
আবার যান বেলতলায়
দুইটা বেল পড়ুক মাথায়।
শুধুমাত্র এলাচ দিয়ে
হয় কি ভালো রান্না?
ঐ খাবার খেয়ে সবাই
জুড়ে দেবে কান্না
বেলতলায় আর যাবনাকো
বলেছি তা আমি
এরপরও করছ কেন
এমন বাঁদরামী
ইয়া বড় হেলমেট
জুনিয়র দিয়েছে মোরে
আমি কি আর ভয় পাই
বেলতলায় যাইতে ওরে?
অল্প কেন লিখতে যাবে
হাতে কী-বোর্ড মাউস
লিখতে গিয়ে লিখে ফেলুন
গল্প একখান ডাউস।
কী-বোর্ড মাউস থাকলেই বুঝি
ভালো লিখা যায়?
সবার লেখার তোড়ে
আমার লেখার ইচ্ছেও হারায়:
বিয়ের গল্প চাই,
চশমা মুছে রইনু বসে,
দেখি কবে পাই৷
ছড়া লিখে পালিয়ে থাকা,
চলবেনাতো আর,
নিজের বিয়ের ঘটনাটা,
করুন দেখি বার৷
চশমা মুছে বসে থাকুন
পায়ে তুলুন পা
আয়োজনের সময় শেষ
এবার কিছু লিখবোনা
আমাদের দিন যায়
আপনি লিখেছেন না অবহেলায়
তা মেনে নেয়া নো যায়
আম্রে তোরা মাইরালা!
মারতে থাক আম্রে তোরা যতক্ষন না শুনি,
আপুর বিয়ের গল্পটা!
বিয়ের গল্প আর না,
চোখ মুছে হাই তুলে
তবু করি বায়না।
বলো না আপু লক্ষী আমার
কিভাবে হলো দেখা
জীবন সাথী চয়নের
গল্প তোমার একা।
এখনতো আর সেই কথা
বলার সময় নাই
আবার যদি আসে সুযোগ
বলবো তবে ভাই
আপনার কাহিনীও
শুনতে মোরা চাই
সালাম দিয়ে আপনাকে
এবার আমি যাই
وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا
আর তোমাদেরকে যদি কেউ দোয়া করে, তাহলে তোমরাও তার জন্য দোয়া কর; তারচেয়ে উত্তম দোয়া অথবা তারই মত ফিরিয়ে বল। - Click this link
আমার গল্প লিখব আমি
হয়ত আসছে বার!!!
ইনশা আল্লাহ্
আমরা বসে আছি বিশাল ব্লগার বাহিনী---------
অপেক্ষার ফল যে
হয় মধুর ভারী
সময় যে আর নেই
যাই তাড়াতাড়ি
আমিও সিরিয়ালে আছি কিন্তু
ইয়া বড় হেলমেট
জুনিয়র দিয়েছে মোরে
আমি কি আর ভয় পাই
বেলতলায় যাইতে ওরে?
সিরিয়াল বেশ লম্বা হয়ে গেছে। আমার আর চিন্তা কি!!! হেলমেটতো আছেই।
বেলগুলো সব সিরিয়াল ওয়ালাদের মাথায় ছুঁড়ে মারবো। তারপর তুমি আর আমি পগার পার
এক বিয়ে বাড়িতে তিনজন এক স্তাহে খাবার খেতে বসেছেন তার মধ্যে একজন পাশের জনকে দেখিয়ে বলতেছেন ভাই উনাকে একটু গোস্ত দেন। বাস্তবে নিজের জন্য বলতে না পারলে এমন হয় ,তবে এখানে গুরুজি আসছেন সমস্যা নেই বলে ফেলেন উনি একটা ব্যবস্তা আপনার জন্য করবেন। @আফরা
আর গুরুজি আপনি এবার চিন্তা করে কিছু একটা করেন প্লিজ।
বলতে লাগে লাজ
অন্যের লেখা পড়া
মারিয়াম আপির কাজ
কিভাবে ঠিক কথা
বলে দিলেন আপনি?
এইবার আপনারটা
বলে দিন ভাইমণি
ব্যাচেলর সব দিচ্ছে লম্ফ।
দিল্লীকা লাড্ডু এবার খাবে,
না হয় একটু পস্তাবে।
না খেলেও যে পস্তাতে হবে,
তাই খেয়েই পস্তাতে চায় সবে।
বলেন এবার আপনার কাহিনী,
সাথে দিন দুলাভাইয়ের ফেবু লিংকখানি।
পস্তাতেই হবে যদি
তবে তারা খেয়েই নিক
খেয়েই বুঝুক কি মজা তার
দুই একটা ঢেকুর দিক
বাংলাদেশের সব মেয়েদের
যে কাহিনী আছে জানা
আমার কাহিনিও ঠিক সেইরূপ
বলতে কি আছে মানা?
মন্তব্য করতে লগইন করুন