শীতের ভোরে
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১৯ জানুয়ারি, ২০১৪, ০৩:৫৫:০৭ দুপুর
কুয়াশা ঘেরা ভোরবেলা
খুব শীত শীত লাগছে,
টুপটাপ করে শিশিরকণা
মাটির ওপর পড়ছে।
.
.
ছেলেবুড়ো সব লেপমুড়ি দিয়ে
চুপ করে শুয়ে রয়,
উঠলেই এখন কাঁপতে হবে
মনে আছে এই ভয়।
.
ক্ষণপরে দেখ সূর্যটা ঐ
উঁকিঝুঁকি দেয় আকাশে,
দাঁত ঠকঠক হাড় কেঁপে যায়
হিম হিম হিম বাতাসে।
.
.
হিমেল ভোরে মনকাড়া স্বাদে
হরেক রকম পিঠা,
গরম গরম ভীষণ মজার
আহা! খেতে লাগে ভারি মিঠা।
.
গরম জামা গায়ে দিয়ে তুমি
মজা করে পিঠা খাও!!!
বঞ্চিত যারা আশেপাশে আছে
তাদেরও একটু খবর নাও।
.
তাদের তরে যদি আজ তুমি
হও কিছুটা সদয়,
মহান প্রভুর অশেষ রহম
পাবে তুমি নিশ্চয়।
বিষয়: বিবিধ
৩৩২৮ বার পঠিত, ৬৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গরম কাল আসছে
উদোম গায়ে বসে আছি
শরম শরম লাগছে
আর নিছের ছবি দেখে ; ;পোস্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভালো লাগলো।
অপ- আপা আপনি কি এখন বাংলাদেশে বেড়াতে গিয়ে এভাবে অনুভব করে লেখেছেন ?
কবিতা সুন্দর হইছে । তবে কতটা সুন্দর হইছে তা পিঠাগুলো দেখার পর অনুমান করতে পারছি না ।
শুকরিয়া
হরেক রকম পিঠা,
গরম গরম ভীষণ মজার
আহা! খেতে লাগে ভারি মিঠা।
বুলেট গুলির মাঝে,
শীতের কাঁথা নকশী পিঠা,
লাগছেনা মোর কাজে৷
এসব যেদিন বন্ধ হবে আর
শান্তি আ'বে দেশে,
সে দিন গিয়ে আসব খেয়ে,
ড্রইং রুমে বসে৷
ধন্যবাদ আপা৷ ছড়া মন্দ নয়৷ প্রাকটিশ করুন৷ আরও ভাল হবে৷
খোকা খুকির মন
অপরুপ এ ঋতুর কথা
ভাবতাম সারাক্ষন
কিন্তু যে ভাই এবার শীতে
নেই অনন্দ মনে
স্বৈরাচারের আগুনে হায়
পুড়ছে জনে জনে
কিন্তু,নিচের ছবিটা দেখে মন খারাপ হয়ে গেলো! ওদের দেখলে শীতের পিঠাও মিঠা লাগে না!
কম্বলমুড়িতে নিদ।
পিঠাপুলি বাহারী,
শাক সব্জি রকমারী।
জেগে উঠ খোল দোর,
কুয়াশায় মোড়া শীতের ভোর।
এতদিন কোথায় ছিলেন?
তবে আহ্বানটা চমৎকার
আপু কেমন আছেন ?
মন্তব্য করতে লগইন করুন