সময়ের আহ্বান

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৯ ডিসেম্বর, ২০১৩, ০৯:৫৭:৫৪ রাত

দৃপ্তপদে সামনে এগিয়ে যাও

কণ্ঠে বাজুক নব প্রভাতের গান,

অন্যায় যত ধ্বংস করে দাও

শোন! ঐ সময়ের আহ্বান।

.

তোমাদের মাঝে ফিরে পাব মোরা

সেই দানবীর আবু বকর,

সব ধন যিনি বিলিয়ে দিয়ে

করেন আল্লাহর শোকর।

.

ফিরে পেতে চাই উমর ফারুক

এই তোমাদেরই মাঝে,

ঐ যে শোন! তাঁর তরবারি

ঝনঝন করে বাজে।

.

উসমান গণি আসতেও পারে

তোমাদের মাঝে আবার,

হতেওতো পারে তাঁর মতই

দুশমন করবে সাবাড়।

.

বীর আলী এলো নাকি ঐ

হাতে নিয়ে জুলফিকার,

যার ভয়ে দূর হয়ে যায়

শোষণ আর অত্যাচার।

.

তোমাদের পানে চেয়ে আছে আজ

মজলুম শত শত,

তাদের জন্য এগিয়ে আসো

চেষ্টায় থাক রত।

.

কান পেতে শোন চারিদিকে বাজে

আগাম জয়ের ধ্বনি,

সামনের পানে এগিয়ে যাও

মুছে ফেল সব গ্লানী।

.

[ ধ্রুবনীলের পোস্টএ মন্তব্য করতে গিয়ে এই কবিতাটি লিখেছি। অল্প সময়ে লেখা হয়েছে। তাই যদি কোন ভুল হয়ে থাকে অনুগ্রহ করে সংশোধন করে দেবেন।]

বিষয়: বিবিধ

২০৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File