কন্যা সমাচার-১

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৭ নভেম্বর, ২০১৩, ০১:৪৩:০৭ দুপুর



গত বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসের কথা। আমার বড় মেয়ে আমার কাছে আবদার করলো, ‘মামণি আমাকে একটা ডায়েরী কিনে দাও।‘ আমি আমার সব কথা ডায়েরীতে লিখবো। ওর আগ্রহ দেখে আমি ওকে একটা ডায়েরী কিনে দিয়েছিলাম। কিন্তু কিছু লিখার প্রতি আমি কখনও ওর কোন আগ্রহ দেখিনি। আমি প্রায়ই ওকে বলতাম ‘যখন যা লিখতে ইচ্ছে করে তুমি তা-ই লিখো।‘ কিন্তু আগ্রহের বেশ অভাব দেখে আমি এক পর্যায়ে বলা বন্ধ করে দিয়েছি। মনে মনে ভাবলাম ওর নিজের যখন লিখতে মনে চাইবে তখনই না হয় লিখবে; আর যদি ওর ইচ্ছাই না হয় তাহলে সে লিখবেই বা কেন?

মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করত, ‘মামণি আমি কি লিখবো তুমি বলে দাও।‘ আমি বলতাম, ‘ তুমি সারাদিন কি কর? স্কুলের কোন মজার ঘটনা, টিচারদের কথা, বন্ধুদের বিষয়ে এমনকি বাসার কোন মজার ঘটনা, কাজিনদের কথা ... যা মন চায় তা-ই লিখ। কিন্তু ফলাফল জিরো। এর মধ্যে বেশ কয়েক মাস চলে গেল।

সেদিন মে মাসের ৩০ তারিখ। সন্ধ্যার পর ও আমাকে বলল, ‘দেখো আমি একটি কবিতা লিখেছি।‘ [তারিখটা আমার মনে থাকতনা। কবি সাহেবা তার কবিতার নীচে তারিখটি লিখে রেখেছেন]।

সে তার কবিতার নাম দিয়েছে ‘আমাদের প্রিয় বাংলাদেশ’... আমি বললাম, ‘এটা তুমি লিখেছ?’

ও বলল, ‘ হ্যাঁ, আমিই লিখেছি। তুমি এখন এটা ব্লগে দিয়ে দাও।‘

-‘আচ্ছা আরও কয়েকটা লিখো। তারপর সবগুলি একসাথে ব্লগে দিব।‘

এরপর আরও কয়েকমাস চলে গেল। এ মাসের ২৩ তারিখে ওর বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। এখন আবার প্রায় প্রতিদিনই কিছুটা সময় ডায়েরীর সাথে অতিবাহিত করে। এখন লিখা হল কবি পরিচিতি। আমি এখানে দুইটাই একসাথে দিলাম।

আমাদের প্রিয় বাংলাদেশ

********************************


বাংলাদেশ আমাদের প্রিয় দেশ,

এদেশকে আমরা ভালোবাসি।

এদেশ আমাদের মাতৃভূমি,

এদেশকে নিয়ে গর্বিত আমি।

এদেশের প্রকৃতি আছে এখনও সুন্দর,

এদেশে আরও আছে সমুদ্র বন্দর।

এদেশে আছে সবকিছু,

আছে এখানে নদীনালা।

তাই আমরা এদেশকে ভালবাসবো,

এদেশের ব্যাপারেই কথা বলবো।

[রচনাকালঃ ৩০-০৫-২০১৩]

[ কবি পরিচিতিঃ আমাদের বাংলাদেশ কবিতাটি কবি ---- ---- লিখেছেন। তিনি ২০০৩ সালের অক্টোবর মাসে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি এখন ক্লাস ফোর এ পড়েন। তিনি 'আমাদের প্রিয় বাংলাদেশ' কবিতাটি রচনা করেছেন। তার এখনও মৃত্যু হয়নি। রচনা কালঃ ২৪-১১-২০১৩ ]


এখানে সে তার সমাজ বই থেকে দুই/একটা লাইন নিয়ে এই কবিতাটি লিখেছে। আমি ৩/৪টা শব্দ এডিট করে দিয়েছি। কবি সাহেবার প্রবল আপত্তির কারণে উনার নাম আপাতত উহ্য থাকলো।

এছাড়াও আরও দুইটি কবিতা লিখেছে। সেগুলিও এখানে দিলাম। আমি এই পোস্ট রেডি করার সময় আমাকে জানালো আরও একটা লেখা হয়ে গেছে। এই পোস্টএ ওটা দিলাম না। ইনশাআল্লাহ পরে অন্য কোন সময় দেব।



মা

******


মা আমার সবকিছু,

থাকি তার পিছুপিছু।

তিনি আমার সবচেয়ে আপন,

তার কাছে কোন কিছু রাখিনা গোপন।

তিনি আমায় করেন আদর,

মা আমাকে জড়িয়ে ধরলে লাগেনা চাদর।

[রচনাকালঃ ২৫-১১-২০১৩]



বাবা

*******


বাবা আমার আপনজন,

তাকে দেখলেই ভরে ওঠে মন।

বাবা বলেন, "লেখাপড়া কর,

জীবনটাকে সফল কর।"

আমি বাবাকে ভালবাসি,

বাবা আমায় রাখেন হাসি-খুশি।

[রচনাকালঃ ২৬-১১- ২০১৩]

বিষয়: বিবিধ

২৫০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File