মুত্তাফাকুন আলাইহি-১৫

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৪ সেপ্টেম্বর, ২০১৩, ১২:২৪:০০ দুপুর



জীবনের শেষ পর্যায়ে বেশি বেশি দ্বীনি কাজে উৎসাহ প্রদানঃ

.

.

৫০) হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণীত। তিনি বলেন, ‘সূরা নাস্‌র অর্থ্যাৎ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত্‌হু সূরাটি নাযিল হওয়ার পর রাসূলে আকরাম প্রত্যেক নামাযেই ‘সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা, আল্লাহুম্মাগফিরলী’ কথাটি নিয়মিত বলতেন।’

বুখারী ও মুসলিমের অপর এক বর্ণনায় আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলে আকরাম রুকু ও সিজদায় বেশি বেশি করে বলতেন, ‘সুব্‌হানাকা আল্লা-হুম্মা রব্বানা ওয়া বিহামদিকা, আল্লাহুম্মাগ্‌ফিরলী।’

কুরআনে আল্লাহ ‘ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাগফিরহু’ আয়াতটিতে যে তাসবীহ ও ইস্তিগফারের আদেশ দিয়েছেন, তার ওপরই তিনি আমল করতেন।

.

৫১) হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণীত। তিনি বলেন, ‘মহান আল্লাহ রাসূলে আকরাম এর ওপর তাঁর ইন্তেকালের পূর্বে একাধারে ওহী নাযিল করতে থাকেন। তাঁর ইন্তেকালের নিকটবর্তী সময় থেকে ইন্তেকালের পূর্ব পর্যন্ত আগের তুলনায় বেশি ওহী নাযিল হয়েছে। ‘

.

[বুখারী ও মুসলিম]

.

.

[ রিয়াদুস সালেহীন থেকে সংগৃহিত। হাদিস নং ১১৪ ও ১১৫ ]

.

.

মুত্তাফাকুন আলাইহি-১৪

বিষয়: বিবিধ

২১০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File