মুত্তাফাকুন আলাইহি-১২
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৬ আগস্ট, ২০১৩, ১০:০৩:৪৬ সকাল
দ্বীনি কাজে প্রতিযোগিতা ও তাৎক্ষণিক কর্মতৎপরতাঃ
***********************************************************
৪২) হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক লোক ওহুদ যুদ্ধের দিন রাসূলে আকরাম ﷺ কে জিজ্ঞেস করল, ‘আমি যদি নিহত হই, তবে আমি কোথায় থাকব?’
রাসূলে আকরাম ﷺবললেন, ‘জান্নাতে।’
তৎক্ষনাৎ সে তার হাতের খেজুরগুলো ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল এবং শেষ পর্যন্ত শহীদ হয়ে গেল।
.
৪৩) হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা এক লোক রাসূলে আকরাম ﷺএর কাছে এসে জিজ্ঞেস করল, ‘হে আল্লাহর রাসূল! কোন দানে (সদকায়) সবচেয়ে বেশি সওয়াব?’
তিনি বললেন, ‘তুমি এমন অবস্থায় দান করবে যে, তুমি (শারীরিকভাবে) সুস্থ আছ, ধন-মালের প্রতি লোভ আছে, অভাব-অনটনকে ভয় করছো এবং সম্পদের আশাও পোষণ করছো। তুমি দান করার ব্যাপারে এমন কার্পণ্য করোনা যে, শেষে মৃত্যুর ক্ষণটি এসে যায় এবং তখন তুমি এটা বলবে যে, এ পরিমাণ অমুকের এবং সে পরিমাণ অমুকের। অথচ অমুকের জন্যে সে মাল নির্ধারিত হয়েই গেছে।’
[ বুখারী ও মুসলিম ]
.
.
[ রিয়াদুস সালেহীন থেকে সংগৃহিত। হাদিস নং ৮৯ ও ৯০ ]
মুত্তাফাকুন আলাইহি-১১
বিষয়: বিবিধ
১৫০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন