ছন্দে ছন্দে আল কুরআন-৮
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:০৪:৫৭ সন্ধ্যা
আবরাহার হাতি বাহিনী
*********************************
.
তুমি কি দেখনি হাতিওয়ালাদের সাথে
রবের আচরণ ?
তিনি কি তাদের কৌশল ব্যর্থ করেননি?
(আছে কি তা স্মরণ?)
.
তাদের ওপর পাঠিয়েছিলেন
ঝাঁকে ঝাঁকে আবাবিল।
পাখির দল নিক্ষেপ করছিল
পোড়া মাটির ঢিল।
.
পশুর খাওয়া ভুষির মতো
অবস্থা হয় তাদের,
(ছিন্নভিন্ন হয়ে পড়ে ছিল তারা
এটাই বিচার তোমার রবের)।
.
[ সূরা আল ফীল ]
সূরার অর্থঃ
বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চাই।
পরম করুণাময় মেহেরবান আল্লাহ্র নামে শুরু করছি ।
১.) তুমি কি দেখনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছেন?
২.) তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি?
৩.) আর তাদের ওপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠান,
৪.) যারা তাদের ওপর নিক্ষেপ করছিল পোড়া মাটির পাথর।
৫.) তারপর তাদের অবস্থা করে দেন পশুর খাওয়া ভূষির মতো।
.
[ আমি আগে সূরা আল ফিল এর ভাবানুবাদ অবলম্বনে কবিতা লিখেছিলাম। এখন আবার আয়াতের অর্থ অনুসারে লিখে এডিট করে দিয়েছি। ১৯-১১-২০১৩
আগের লেখাটি হল
আরববাসী! মনে আছে আজ হাতি বাহিনীর কথা?
ধ্বংস করেছি তাদের গর্ব, উদ্ধত যত মাথা।
.
ষাট হাজার সেনা হাতি চড়ে এসে ভাংতে চাইল কাবা,
কৌশলগুলো ব্যর্থ করেছি, ভেঙ্গেছি তাদের থাবা।
.
তাদের দিকে ধেয়ে এসেছিল আবাবীল ঝাঁকেঝাঁকে,
পালাবার কোন পথ খোলা নাই, পড়েছিল তারা পাঁকে।
.
ছোট ছোট নূড়ি, আগুনে পোড়ানো, ফেলেছিল তাদের গায়ে,
দৌড়ে পালানোর কোন বল ছিলনা তাদের পায়ে।
.
ধ্বংস হয়েছে আবরাহা আর তার সেনাবাহিনী,
যে হবে আজ উদ্ধতশীর আছে তার তরে গ্লাণী। ]
.
.
সূরা আল আলাক্ব এখানে
বিষয়: বিবিধ
১৭৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন