ছন্দে ছন্দে আল কুরআন -২৩

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৩ জুলাই, ২০১৩, ০৮:১১:৪২ রাত

একচ্ছত্র কর্তৃত্বের অধিকারী

*********************************



'আল্লাহ' এমন এক সত্ত্বা চিরঞ্জীব ও চিরন্তন,

তিনি সমগ্র বিশ্বজাহানের দায়িত্ব করছেন বহন।

.

তিনি ছাড়া কোন 'ইলাহ' নেই আর,

ঘুমাননা কখনোই তিনি, তন্দ্রাও নেই তাঁর।

.

পৃথিবী ও আকাশে যা কিছু আছে সব কিছুই তাঁর,

অনুমতি ছাড়া সুপারিশ করবে এমন সাহস কার?

.

মানুষের সামনে যা কিছু আছে সবই তিনি জানেন,

অগোচরে আছে যা কিছু তাও তিনি দেখেন।

.

যেইটুকু জ্ঞান মানুষকে দিয়েছেন তিনি,

সেইটুকু ছাড়া তাদের আয়ত্বে আর কিছু নেই জানি।

.

আকাশ ও পৃথিবীব্যাপী বিস্তৃত 'কুরসী' তাঁর,

এসবের রক্ষণাবেক্ষণে ক্লান্তি আসেনা যাঁর।

.

পরিশ্রান্তও হননা তিনি দায়িত্ব পালনে কভু,

মহান ও শ্রেষ্ঠ তিনি চিরঞ্জীব প্রভু।

.

[ সূরা আল বাকারাহ; আয়াত নং, ২৫৫ ]

ছন্দে ছন্দে আল কুরআন -২২

বিষয়: বিবিধ

১৮৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File