ছন্দে ছন্দে আল হাদিস-৬

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২১ জুলাই, ২০১৩, ০১:৩৫:২৭ দুপুর



জীবে দয়া

*************


.

আবু হুরাইরা (রা) এই হাদিস বর্ণনা করেছেন,

রাসূলে আকরাম একটি ঘটনা বলেছেন।

একদিন কোন এক ব্যক্তি হাঁটছিলো রাস্তায়,

তার গলা শুকিয়ে গিয়েছিলো অনেক পিপাসায়।

.

হঠাৎ সে পেলো একটি কুয়ার সন্ধান,

তাতে নেমে সে করলো আকণ্ঠ পানি পান।

কুয়া থেকে উঠে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে,

পা বাড়ালো সামনের দিকে, গন্তব্যের পানে চলে।

.

এমন সময় দেখে সে, একটি কুকুর রাস্তার পাশে বসে,

প্রচণ্ড গরমে পিপাসায় কাতর, প্রাণ যায় বুঝি খসে।

জিহ্বাটি তার বের করে সে কাদা চাটছিলো,

আমার মতই পিপাসার্ত এই কুকুর, লোকটা ভাবছিলো।

.

এই কথা ভেবে কুয়ার মধ্যে নেমে গেলো সে পুনরায়,

মোজায় করে পানি ভরে এনে কুকুরকে সে পান করায়।

এই কাজে আল্লাহ তার প্রতি অনেক রহম হলেন,

পরিণামে তার সমস্ত গুনাহ মাফ করে দিলেন।

.

সাহাবীগণ রাসুল কে বলেন, 'ইয়া রাসুলুল্লাহ!

পশুদের উপকার করলেও কি সওয়াব দেবেন আল্লাহ্‌?'

এর উত্তরে বলেন রাসুল সাহাবীগণের কাছে,

'প্রতিটি প্রাণীর ব্যাপারেই অনেক সওয়াব আছে।'

.

বুখারী ও মুসলিম এ হাদিস সংগ্রহ করেছেন,

সঠিক আমল করলে প্রভু সবাইকে প্রতিদান দেবেন।

.

.

ছন্দে ছন্দে আল হাদিস-৫

বিষয়: বিবিধ

১৬৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File