ছন্দে ছন্দে আল হাদিস-৪
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১৪ জুলাই, ২০১৩, ০৭:৩৩:৫৯ সন্ধ্যা
(৪)
.
জান্নাতে দরজা আছে আটটি,
রাইয়ান হল এর মধ্যে একটি।
একমাত্র রোজাদার
অন্য কেউ নয় আর
প্রবেশ করবে দিয়ে এই দরজাটি।
[বুখারী ও মুসলিম]
.
(৫)
.
রমযান মাসে পাও যদি কোন রোযাদার,
তৃপ্তি সহকারে তাকে করাও পানাহার।
পান করাবেন আল্লাহ্ তোমাকে
হাউজে কাউসার থেকে।
জান্নাতে প্রবেশ পর্যন্ত তুমি তৃষ্ণার্ত হবেনা আর।
[বায়হাক্বী]
.
(৬)
.
মুমীনের ব্যাপারটা বড়ই আশ্চর্যজনক হয়,
মুমীন ছাড়া আর কারো ব্যাপারেই এইরূপ নয়।
সব কাজই কল্যাণকর,
যখন করে আল্লাহ্র শোকর।
দুঃখ কিংবা শোকে সবরের পুরস্কার দেন প্রভু দয়াময়।
[ মুসলিম]
.
ছন্দে ছন্দে আল হাদিস-৩
বিষয়: বিবিধ
২৪৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন