ছন্দে ছন্দে আল হাদিস-২

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০২ জুলাই, ২০১৩, ১১:২৮:০৫ সকাল

আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জন

***************************


.

আব্দুল্লাহ ইবনে উমার (রা) করেছেন বর্ণনা,

রাসুলে করীম বলেছেন এক অতীতের ঘটনা।

একদা তিনজন লোক গিয়েছিলো কোন সফরে,

আশ্রয় নিলো এক পর্বত গুহায় রাত কাটাবার তরে।

.

একটি পাথর গড়িয়ে পড়ে বন্ধ গুহার মুখ,

চিন্তিত হয়ে ভাবে তারা আজ নেমে এলো বুঝি দুখ।

একে অন্যকে বলে তাহারা, 'ভালো কাজ করেছি যত,

আল্লাহ্‌র কাছে উসিলা বানিয়ে দু'য়ায় থাকবো রত।'

.

প্রথমজন বলে উঠে, 'হে মহান প্রভু,

পিতামাতা মোর বৃদ্ধ অতি অবহেলা করিনি কভু।

নিজসন্তান ও পরিজনদের আগেই তাদের আমি

খাবার দিতাম। তা জানে আমার অন্তর্যামী।

.

একদিন আমি গিয়েছিলাম অনেক দূরের বনে,

রাতে ফিরে দেখি বাবা-মা আমার ঘুমায় আপন মনে।

জাগিয়ে তাদের দুধ খাওয়াবো? মন দিলনা সায়,

দুধের পেয়ালা হাতে নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম ঠায়।

.

পরিজন মোর ক্ষুধার্ত ছিল তবুও নিয়ম ভাঙ্গিনি,

পিতামাতার পূর্বে তাদের মুখে কিছুই দেইনি।

ভোরবেলা তাদের ঘুম ভেঙ্গে গেলে করলো দুধপান,

একাজে তুমি সন্তুষ্ট হলে দাও এখন পরিত্রাণ।

.

পাথর কিছুটা সরে গেলো বটে, বের হতে পারলনা কেউ,

দ্বিতীয়জন এবার বলে তার কথা, বুকে কান্নার ঢেউ।

'আল্লাহ্‌ তুমি জানো, আমার ছিলো এক জ্ঞাতি বোন,

ভালবাসতাম তাকে আমি দিয়ে প্রাণ- মন।

.

আমি যখন তার কাছে জানাই আমার কামনা,

আমার প্রস্তাবে সে রাজী হলোনা।

সুযোগ আমার তৈরি হলো এক দুর্ভিক্ষের বছরে,

আমার শর্ত মেনে নিয়ে সে চুপিসারে আসে আমার ঘরে।

.

যখন আমি হই নিকটবর্তী তার,

বলে সে আমায়, 'তুমি কাছে এসো না আমার।

ভয় কর তুমি আল্লাহ্‌কে, এখনও আমি কুমারী।'

ছেড়ে দিলাম আমি তাকে, যে আমার প্রিয় নারী।

.

যে টাকা আমি দিয়েছি তারে ছেড়ে দিলাম তা-ও,

আল্লাহ! তব সন্তোষ লাভে করেছি এ কাজ ,আজ রেহাই দাও।

এ কথার পরে পাথর আরও কিছুটা গেলো সরে ।

তবুও তারা বের হতে পারেনা, কি করবে ভেবে মরে।

.

কাতর কণ্ঠে তৃতীয়জন বলে, 'হে আল্লাহ্‌ শোন,

সকল শ্রমিকের মজুরী দিয়েছি তব সন্তোষে জেনো।

একজন শ্রমিক নিলোনা মজুরী চলে গেলো বহুদূরে,

তার টাকা দিয়ে ব্যবসা করেছি আলাদা করে।

.

ধীরে ধীরে ধনসম্পদ বেড়ে গেলো তার,

ফিরে এসে সে বললো, 'মজুরী দাও আমার।'

বললাম তাকে, 'এই উট, গরু, ছাগল, চাকর তোমার,

বলে সে আমায়, 'উপহাস করোনা; মজা করোনা আর।'

.

বললাম তাকে ,'উপহাস নয়! নিয়ে যাও সব তুমি,

তোমার টাকায় ব্যবসা করেছি জানেন অন্তর্যামী।'

তুমি জানো প্রভু! এ কাজ করেছি তব সন্তোষলাভ তরে।

নিষ্কৃতি দাও বিপদ থেকে অশেষ দয়া করে।

.

এ কথার পর পাথর সম্পূর্ণ সরে গেলো,

তারা তিনজন পায়ে হেঁটে বের হয়ে এলো।

বুখারী ও মুসলিম এই হাদিস করেছেন সংকলন,

মেনে নিয়ে এর সব কথা রাখতে হবে স্মরণ।

.

[ রিয়াদুস সালেহীন থেকে সংগৃহিত। হাদিস নং ১২ ]

.

ছন্দে ছন্দে আল হাদিস-১

আরশের আশ্রয়

বিষয়: বিবিধ

১৬২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File