ছন্দময় ঈশপ

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৬ জুন, ২০১৩, ০২:০৫:৩৯ দুপুর

প্রকৃত বন্ধু

*****************


.

একদিন দুই বন্ধু

হাঁটছিলো বনে,

নানারকম গল্প করে

একে অন্যের সনে।

.

কথায় কথায় চলে এলো

গভীর বনের ভিতর,

হঠাৎ দ্যাখে একটি ভালুক

দাঁড়িয়ে পথের ওপর।

.

ভালুক দেখে প্রথমজন

ভীষণ ভয় পেলো,

ঝটপট সে একটি

গাছে উঠে গেল।

.

দ্বিতীয়জন ভাবে আমি

কি করবো হায়!

পারিনাতো গাছে উঠতে

প্রাণ বুঝি যায়!!!

.

শুনেছিলাম ভালুক নাকি

মরা মানুষ খায়না!

মরার ভানে শুয়ে থাকি

ভালুক কিছুই বুঝবেনা!!!

.

ভালুকটি তার কাছে এসে

শুঁকে দেখে গা,

মৃত ভেবে চলে গেলো

ছুঁয়েও দেখলনা।

.

প্রথমজন গাছ থেকে

নামলো তাড়াতাড়ি,

দ্বিতীয়জনে বলে, 'চলো

এবার ফিরি বাড়ী।

.

হাঁটতে হাঁটতে প্রথমজন

দ্বিতীয়জনে শুধায়,

'ভালুক বুঝি কিছু কথা

বলে গেছে তোমায়?'

.

দ্বিতীয়জন বললো হেসে,

"তেমন কিছুই নয়,

বললো ভালুক,' প্রকৃত বন্ধু

কোন ধরণের হয়!

.

বিপদ দেখে বন্ধু ছেড়ে

পালিয়ে যায় যে,

থাকবেনা কভু তুমি

এমন লোকের মাঝে।"

.

[ নীতিকথাঃ

বিপদেই আসল বন্ধুর হয় পরিচয়,

ঈশপ এই কথা সকলকেই কয়। ]



বিষয়: বিবিধ

১৪৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File