ছন্দে ছন্দে আল কুরআন-৭

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:২০:০০ বিকাল

পাঠ কর! তোমার প্রভূর নাম নিয়ে

******************************************


পাঠ কর হে নবী! তোমার প্রভুর নাম নিয়ে,

মানুষ সৃষ্টি করলেন তিনি জমাটবাঁধা রক্ত দিয়ে।

পড়তে থাক; রব তোমার বড়ই মেহেরবান,

কলম দিয়ে শিক্ষা দিলেন অজানা সব জ্ঞান।

.

সীমা লঙ্ঘন করছে মানুষ নিজেকে অভাবহীন দেখে,

নিশ্চিতভাবে আসতেই হবে তাহাকে রবের দিকে।

(হে নবী!) তুমি কি তাকে দেখেছ? চিনেছ কি তুমি তাকে?

সালাত আদায়ে যে বাধা দেয় আমার এক বান্দাকে?

.

তুমি কি মনে করো সে যদি সঠিক পথে থাকে?

অথবা তাকওয়ার নির্দেশ দেয় অন্যকে?

যদি সে সত্যের প্রতি মিথ্যা আরোপ করে,

অথবা যদি মুখ ফিরিয়ে নেয়? (অস্বীকার করে সত্যরে?)

.

সে কি জানে না, আল্লাহ‌ তাকে দেখছেন দিবাযামি?

কখনই নয়! চুল ধরে তাকে টেনে আনবো আমি।

সেই চুলওয়ালা মিথ্যুক ও কঠিন অপরাধী।

সে তার সমর্থক দলকে ডেকে নিক (সাহস থাকে যদি!)

.

আমি ডেকে নিই আযাবের ফেরেশতাদেরকে,

(কঠিন সাজা দেয়া হবে তাকে।)

মেনে নিওনা তার কথা তুমি, (অনূগত তুমি রও,)

নতশীর হয়ে তোমার রবের নিকটবর্তী হও।

.

[ সূরা আল আলাক্ব ]

.

সূরার অর্থঃ

১.) পড়ো (হে নবী) , তোমার রবের নামে। যিনি সৃষ্টি করেছেন।

২.) জমাট বাঁধা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করেছেন।

৩.) পড়ো এবং তোমার রব বড় মেহেরবান,

৪.) যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন।

৫.) মানুষকে এমন জ্ঞান দিয়েছেন, যা সে জানতো না।

৬.) কখনই নয়, মানুষ সীমালংঘন করে।

৭.) কারণ সে নিজেকে দেখে অভাবমুক্ত।

৮.) (অথচ) নিশ্চিতভাবেই তোমার রবের দিকেই ফিরে আসতে হবে।

৯.) তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে

১০.) যে এক বান্দাকে নিষেধ করে যখন সে নামায পড়ে।

১১.) তুমি কি মনে করো, যদি (সেই বান্দা) সঠিক পথে থাকে

১২.) অথবা তাকওয়ার নির্দেশ দেয়?

১৩.) তুমি কি মনে করো, যদি (এই নিষেধকারী সত্যের প্রতি) মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়?

১৪.) সে কি জানে না, আল্লাহ‌ দেখছেন?

১৫.) কখনই নয়, যদি সে বিরত না হয় তাহলে আমি তার কপালের দিকে চুল ধরে তাকে টানবো,

১৬.) সেই কপালের চুল (ওয়ালা) যে মিথ্যুক ও কঠিন অপরাধকারী।

১৭.) সে তার সমর্থক দলকে ডেকে নিক

১৮.) আমি ডেকে নিই আযাবের ফেরেশতাদেরকে।

১৯.) কখনই নয়, তার কথা মেনে নিয়ো না, তুমি সিজদা করো এবং (তোমার রবের) নৈকট্য অর্জন করো।


[ সূরা আল আলাক্ব ]

মানব সৃষ্টির কথা এখানে

বিষয়: বিবিধ

১৪৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File