ছন্দে ছন্দে আল কুরআন -১৮
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ০৮ জুন, ২০১৩, ০৫:০৪:১৩ বিকাল
সাহায্য প্রার্থনা
*******************
সকল প্রশংসা জানাই প্রভু তোমার তরে,
তুমিই বিশ্বজাহানের রব জানা আছে অন্তরে।
.
শুধুমাত্র তুমিই রহীম, তুমিই রহমান,
বিচার দিবসের মালিক তুমিই, তুমি দেবে প্রতিদান।
.
ইবাদত সব তোমার প্রতি, নয় তা অন্য কারো,
সাহায্য চাই তোমার নিকট দাও তুমি আরো আরো।
.
সেই পথ তুমি দেখাও মোদের যে পথ সহজ-সরল,
তব প্রিয় বান্দারা চলেছে যে পথে, যে পথ নির্ভুল।
.
তাদের পথে নিওনা মোদের অভিশপ্ত যারা,
যেতে চাইনা তাদের পথেও যারা আছে পথহারা।
.
[ সূরা আল ফাতিহা ]
বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চাই।
পরম করুণাময় মেহেরবান আল্লাহ্র নামে শুরু করছি।
সূরার অর্থঃ
১.) প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি নিখিল বিশ্ব –জাহানের রব,
২.) যিনি পরম দয়ালু ও করুণাময়
৩.) প্রতিদান দিবসের মালিক।
৪.) আমরা একমাত্র তোমারই ইবাদাত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই
৫.) তুমি আমাদের সোজা পথ দেখাও,
৬.) তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, যাদের ওপর গযব পড়েনি এবং যারা পথভ্রষ্ট হয়নি।
.
ইসলামী সমাজ গঠনের মূলনীতি এখানে
.
আলোকের ঝর্ণাধারা
বিষয়: বিবিধ
২০২৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভালো লাগলো আপনার এই উদ্যোগটি ।
আপনার সাথে সহমত যে এখানেই ইসলামী সমাজ গঠনের মূলনীতি বিধৃত রয়েছে। তবে সেই অনুযায়ী আমরা যাতে চলতে পারি, সে চেষ্টাও আমাদেরকেই করতে হবে।
আল্লাহপাক আমাদেরকে এই সুরা ফাতিহার আসল অর্থানুযায়ী চল্বার তৌফিক দান করুন-আমীন।
অনেক ধন্যবাদ আপনাকেও পোষ্টটির জন্য।
জাজাকাল্লাহু খাইর।
আমি এই পোস্টে আমার সেই লেখাটির লিঙ্ক দিয়েছি। আপনার সময় থাকলে দেখে আসতে পারেন। Click this link
"৪.) আমরা একমাত্র তোমারই ইবাদাত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই"
আরবীতে বর্তমান ও ভবিষ্যত কাল একই শব্দেই হয়৷ এই আয়াতের এমন মানেও হয় যে,'আমরা একমাত্র তোমারই ইবাদত করব এবং একমাত্র তোমারই সাহায্য চাইব'৷ এটি ওয়াদা, চিন্তা করুন, দৈনিক কতবার এ ওয়াদা করছি আর ভঙ্গ করছি, গোনাহগার হচ্ছি৷ সাহায্য চাই আমেরিকা আর ভারতের কাছে৷ ধন্যবাদ৷ সমালোচনা মনে করবেননা, আরও লিখুন৷
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন