কবিতা - ১৭
লিখেছেন লিখেছেন হারানো ওয়াছিম ২৫ জানুয়ারি, ২০১৩, ১২:১৬:৩৯ দুপুর
ঠিক ১০ বছর আগে এই দিনে একটা কবিতা লিখেছিলাম, তখন আমি ১০ম শ্রেণিতে পড়ি। পাপিয়া নামের একটা মেয়ের প্রেমে পরেছিলাম। তাকে কল্পনা করে লেখা। তাকে ভালোবেসে লেখা।
ঘাস
আমি ঘাস হবো ঐ খোলা মাঠের
দিগন্ত যেখানে এসে মিশেছে,
কচি সবুজ ঘাস হবো আমি
জন্মাবো আরেক ঘাসের কোলে
হরিণি মায়ায় জড়িয়ে রাখবে আমায়।
আমি ঘাস হবো ঐ ছোট মাঠটির
তুমি এসে বস যেখানে প্রতি দিনটি
অন্ধকার রাতে ও আমি জেগে থাকবো
ঘাসের মাঝে ঘাস হয়ে
তুমি বসে ছিলে যেখানে।
আমি ঘাস হবো ফাকা মাঠের পাড়ে
তুমি হবে ঘাসের ফুল,
যেখানে কেই আসবে না কখনো
মাড়াবেনা ঘাস আর ঘাসের ফুল
থাকবো শুধু তুমি আর আমি।
আমি ঘাস হবো খেলার মাঠের
চলবে খেলা যেখানে প্রতিদিন
হা-ডু- ডু, ফুটবল, ক্রিকেট আরো কত কি,
তুমি থাকবে গ্যালরিতে, দেখবে
কত ঘাস মাঠে, তার মাঝে আমি ও থাকবো।
হরিণ, ভেড়া, মহিষ ছিড়ে ছিড়ে খাবে ঘাস
চোখে অশ্রু, দেহে রক্ত ঝরবে আমার
আমাকে ছিরে খাবে অতি তৃপ্তির সাথে
তুমি দেখবে না তা কখনও
তবু ও আমি ঘাস হয়ে জন্মাবো।
২৫/০১/২০০৩
বিষয়: বিবিধ
১৭৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন