মাননীয় প্রধানমন্ত্রী নিজের জন্য ভোট ভিক্ষা না করে জনগণের জন্য কিছু বলুন।
লিখেছেন লিখেছেন এখলাস মাহেমাদ িসকদার ২৫ জানুয়ারি, ২০১৩, ১১:৫৬:০৭ সকাল
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা, সমুদ্র জয়ের নায়িকা, পিচ অব ডটার আরো কতকি আছে আপনার উপাধি। এত উপাধি এত গুনী আপনি অথচ অপনাকে নোবেল দিলনা, দিল গরীব মানুষ নিয়ে কাজ করা ড: মুহাম্মদ ইউনুচকে তাই আমার খুব দুঃখ হয়। আপনার এক ভক্ত সারা ঢাকা শহর রঙ্গিন পোষ্টার দিয়ে রাঙ্গিয়ে রেখেছিল এবং পোষ্টারে দাবী করেছিল আপনার ও আপনার বাবার জন্য নোবেল পুরুস্কার। যাই হোক আপনারা গুনবান ও গুনবতী তাই দাবী করতেই পারে। আমার মূল কথা হল দেশের মানুষ আপনাকে ভোট দিয়েছিল দেশের সমস্যা চিন্হিত করে সমাধান করার জন্য। কিন্তুু আপনি তা না করে যখনই সুযোগ পান শুধু বিরেধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করেন কেন্? আপনার মন্ত্রী থেকে শুরু করে সবারই একই অবস্থা। বেগম মতিয়া চৌধুরীর মনে বড় জালা আবুল কালাম আযাদকে নিয়ে খালেদা জিয়া কেন কোন কথা বলেন না। কেন লাফালাফি করেন না। বেগম মতিয়া চৌধুরী আপনিত খালি কলস বেগম খালেদা জিয়াত আপনার মত শাড়ী খুলে মাতলামী করতে পারেন না। আপনাদের গাদ্দারী জনগণ দেখেছে এখন সময় এসেছে আপনাদের মত খালী কলস চুড়ে ফেলে দেওয়ার । মাননীয় প্রধানমন্ত্রী আপনার গালবাজদের সামলান না হয় আগামী নির্বাচনের পরে আওয়ামীলীগ কি খুজেও পাবেন বলে মনে হয় না। আগমী নির্বাচন নিরপেক্ষ হলে দেখবেন আওয়ামী লীগ কত আসন পায়। আমরা জানি আপনি দুর্নিতীর ধারে কাছেও নাই কিন্তু আপনার দলের দুর্নিতীবাজরা দেশে হরিলুট চালচ্ছে। দুর্নিতীর পাঁচ পান্ডবদের রক্ষা করতে গিয়ে ক্ষতি হচ্ছে দেশের, বিনিয়োগ করতেছেনা বিশ্ব ব্যাংক। সুতরাং সময় থাকতে সুযোগ লুফে নিন ,না হয় জনগণ ভোটাধিকার প্রয়োগ করে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে প্রত্যাখান করবে।
বিষয়: বিবিধ
৯৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন