সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খাঁন আলমগীরকে চাঁদপুর তার নির্বাচনী এলাকায় জুতা নিক্ষেপ করেছে উত্তেজিত জনতা।

লিখেছেন লিখেছেন এখলাস মাহেমাদ িসকদার ১৬ জানুয়ারি, ২০১৪, ০৬:৪০:১৯ সন্ধ্যা



http://www.banglamail24.com/index.php?ref=ZGV0YWlscy0yMDE0XzAxXzE2LTEwNS03Mjg3NQ==

চাঁদপুর: নিজ নির্বাচনী এলাকার বার্ষিক মাহফিলে জুতা নিক্ষেপের শিকার হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। পরে পুলিশি নিরাপত্তায় তাকে উদ্ধার করা হয়। এসময় পুলিশ ও জুতা নিক্ষেপকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে কচুয়া উপজেলার উজানী বার্ষিক মাহফিলে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুরের পুলিশ সুপার আজির জাফর সাংবাদিকদের জানিয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর মাহফিল থেকে চলে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কচুয়ার উজানী বার্ষিক মাহফিলে যোগ দিতে বিকেলে ড. মহীউদ্দীন যান সেখানে যান। পরে মাহফিলের মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হাজারো জনতা তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তার ওপর জুতা নিক্ষেপ করতে থাকেন তারা। এসময় মঞ্চে থাকা আয়োজকরা মুসল্লিদের শান্ত থাকতে বার বার মাইকে অনুরোধ জানান। কিন্তু তারা সবকিছু উপেক্ষা করে জুতা নিক্ষেপ করতে করতে তেড়ে আসে মঞ্চের দিকে।

নিরুপায় আয়োজকরা পরে পুলিশি পাহারায় মন্ত্রীকে মঞ্চ থেকে সরে নিয়ে যান। মাহফিল এলাকা ত্যাগ করতে গাড়িতে ওঠার সময় ফের বিক্ষুব্ধরা তার ওপর জুতা নিক্ষেপ করতে থাকে। এসম তার সঙ্গে থাকা পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু হানিফ জানান, মাহফিলে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পরে ড. মহীউদ্দীন খানকে নিরাপদে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ড. মহীউদ্দীন খান আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

স্থানীয়রা জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় রাজধানীর মতিঝিলে হেফাজতের সমাবেশ পণ্ড করার ঘটনায় বিক্ষুব্ধরা মাহফিলে তার ওপর এ আচরণ করে।

বিষয়: বিবিধ

১৯১৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163235
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০০
আমি মুসাফির লিখেছেন : যার যা পাওনা সেটাই তার পাওয়া উচিত ।
163237
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
এখলাস মাহেমাদ িসকদার লিখেছেন : ভাইজান আপনি জানেন কিনা জানিনা গোলাম মাওলা রনি বলেছেন উনাদের হাজারো জুতাপেটা করলেও মান যাবে না। খুশির খবর নাই উনার মান যাইনাই।
163259
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : m/ m ধন্যবাদ চাঁদপুরবাসীকে
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
117522
এখলাস মাহেমাদ িসকদার লিখেছেন : চাঁদপুরবাসী বেরসিক!!!!!!!
163273
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৫
শেখের পোলা লিখেছেন : চাঁদপুর বাসী কি জয় হো!
জুতা মেরেছে কিন্তু অপমান করতে পারেনি৷ আবার গেলে আবার চেষ্টা করবে৷ টায়ার কাটা জুতা সেখানে পাঠানো হোক৷
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৩
117538
এখলাস মাহেমাদ িসকদার লিখেছেন : চাঁদপুরবাসী খুব চালাক লোক অল্পতে বুঝেন ভাই। টায়ার কাটার জুতা দিয়ে মাইরা কে জেলখানার ঘানি টানব।বেতালে একটা মারলেই চিৎপটাং।
163286
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভোট ছাড়াই তো এমপি!
কিন্তু জনগন দিল জুতা।
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০৯
117746
এখলাস মাহেমাদ িসকদার লিখেছেন : যাইহোক জনগণ একটা কিছু দিলতো।
163295
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৫
হতভাগা লিখেছেন : মানির মান পাহাড় সমান

হাজারও জুতায় হয় না অপমান
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১০
117747
এখলাস মাহেমাদ িসকদার লিখেছেন : ১০০% সত্য
163513
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১০
এখলাস মাহেমাদ িসকদার লিখেছেন : ১০০% সত্য
163781
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:০৯
ইবনে হাসেম লিখেছেন : এভাবে জনগনের ভোটাধিকার কেড়ে নিয়ে যারা বিনা প্রতিদ্বন্ধিতায় এমপি হয়, তাদের সবাইকে এলাকাবাসীর এমন জুতাদান করা উচিত। তাহলেই কেবল এসব গাঁয়ে মানেনা, আপনি মোড়লদের প্রতি সুবিচার করা হবে।
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
123461
এখলাস মাহেমাদ িসকদার লিখেছেন : ধন্যবাদ ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File