দাড়িওয়ালারা মুসলমানরা কি এদেশে আজনবী।
লিখেছেন লিখেছেন এখলাস মাহেমাদ িসকদার ২৭ মে, ২০১৩, ০৯:১৪:৪৫ রাত
নিয়মিত মতিঝিল হতে কাটাবন যাওয়ার রিক্সা প্যাসেন্জার আমি। জনতা ব্যাংক মোড় হতে রিক্সায় উঠি আর প্রায় দৈনিক বাংলা মোড়ে ট্রাফিক জ্যামে পড়তে হয়। আজ থেকে দুই মাস পূর্বে দৈনিক বাংলা মোড়ে সিগন্যাল অমান্য করে আমার ভাড়া করা রিক্সার ড্রাইভার রাস্তা পার হতে গেলেই একজন পুলিশ সার্জন তাকে ধমক দিয়ে বলতে লাগলো ''তোগেরে শিবির লাগাইয়া দিতে হইব। না হয় সোজা হইবিনা।"
আর আজ দুই মাস পরে ঠিক সেই দৈনিক বাংলা মোড়ে ট্রাফিক জ্যামে আটকা পড়েছি। আর দেখলাম সেই পুলিশ সার্জনকে রাস্তায় ট্রাফিক জ্যাম সারাতে। প্রায় চৌরাস্তার মাঝখানে দাড়িয়ে যেই দেখল একজন দাড়িওয়াল ভদ্র ছেলে রিক্সায় করে আসতেছে তখন সে মাঝ রাস্তা থেকে ডাক দিল এই রিক্সা দাড়া। আর রিক্সাও তখন সাইট করে দাড়িয়ে গেল। আর ভদ্র ছেলেটির প্রথমে বিভিন্ন প্রশ্ন করতে লাগল, কি করে জানতে চাইল, আইডি কার্ড দেখল এককথায় নাজেহাল করতে লাগল জনসমক্ষে । আর যেহেতু আমি ট্রাফিক জ্যামে ছিলাম পুরো বিষয়টা রিক্সায় বসে দেখলাম আর ভাবলাম দাড়িওলাদের বর্তমান সময়ের মনের বেদনা , তাহলে দাড়িওলা ভাইয়েরা কি আজ নিজ দেশে পরবাসী বা আজনবী।
বিষয়: বিবিধ
১৯৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন