দয়াময় ও মেহেরবান আল্লাহর নামে

লিখেছেন লিখেছেন কাশ ২৭ মে, ২০১৩, ০৯:২৪:৩৫ রাত

যখন আল্লহর তরফ থেকে

সাহায্য আসবে

নির্ধারিত হবে জয়

তুমি প্রত্যক্ষ করবে-

প্রবেশ করছে মানুষ

আল্লহর ধর্মে দলে দলে

কেটেছে তাদের সংশয়।

কর উপাসনা তোমার প্রভুর-

গাও প্রশস্তি তাহার-

ক্ষমা চাও তাঁর কাছে।

নিশ্চয় তিনি ক্ষমাশীল

বিফল হবেনা কামনা তোমার

মঞ্জুরকারী তিনি অনুশোচনার।

বিষয়: বিবিধ

১৫৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File