ফেইসবুক ছাড়ুন এবং প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে খাপ খাওয়ানোর কৌশল জেনে নিন
লিখেছেন লিখেছেন রাকিব আল আজাদ ২৭ মে, ২০১৩, ০৯:২৪:৪৫ রাত
বিসমিল্লাহির রাহমানির রাহিম আজ আমি আপনাদের জানাবো ফেইসবুক ব্যবহারের ক্ষতিকর দিক এবং প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে খাপ খাওয়ানোর কৌশল। তো শুরু করা যাক---
![]()
ফেইসবুক হচ্ছে সামাজিক যোগাযোগের বর্তমান সময়ের সবচাইতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক পরিচিত একটি মাধ্যম। কিন্তু বর্তমানে এই ফেইসবুক এর রাফ ব্যবহার হচ্ছে। ফেইসবুকের ফেক আইডি দ্বারা যেকোনো মানুষকে ব্লাকমেইল করা যাই এবং করা হচ্ছে। এখনো অনেকের সাথে যোগাযোগ করে জানা গেছে কারো কারো নিজস্ব একটি ফেইসবুক একাউন্ট এবং এক বা একাধিক ফেইক একাউন্ট আছে। আর তারা ছেলে হয়ে প্রোফাইলে মেয়েদের নাম লেখে এবং মেয়েদের ছবি আপলোড করে এতে অনেকে তাদেরকে মেয়ে মনে করে তাদের সাথে সম্পর্ক গড়ে তোলে। এছাড়া আমরা যারা ফেসবুক ব্যাবহার করি তারা আমাদের জীবনের অনেক সময় নষ্ট করি ফেসবুক ঘাটাঘাটি করে। আর ফেসবুক ব্যাবহার করে আমাদের যেসব বদভ্যাস আছে তাহলো-
• আমরা অন্যের একাউন্ট ডিটেলস দেখি
• ছবিতে তার পোর্টফলিও টা কেমন দেখা যাই তা দেখি
• ফেইসবুকে কারো পোষ্টে কোনো সংবাদ থাকলে তার সত্যতা না যাচাই করে আমরা নানারকম মন্তব্য করি
• কার কতটা বন্ধু আছে তা দেখি
• যার বন্ধু সংখ্যা বেশি তাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই কিন্তু বাস্তবে সে কে বা কেমন তা যাচাই করি না। অথচ ইন্টারনেটে কতই না শিক্ষামুলক ওয়েব ঠিকানা রয়েছে যা আমরা ব্যবহার করতে পারি।
এছাড়া আরও অনেক খারাপ ক্ষতিকর দিক আছে যা আপনারা মন্তব্যে জানাবেন।
এবার আমরা দেখবো ইন্টারনেটে ফেইসবুক ছাড়া আমরা কি কি কাজে ইন্টারনেট ব্যবহার করতে পারি-
• জাস্ট একটা ফেসবুক একাউন্ট থাকা লাগবে তাই একটা একাউন্ট থাকবে
• Blog
• Wikipedia
• Newspaper
• Srijonshil.com
• jobscare.info
• Jobtestbd.com
• Shikkhok.com
ইত্যাদি ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করবেন। এছাড়া আরও আপনাদের জানা ওয়েব ঠিকানা থাকলে মন্তব্যে জানাবেন। ইন্টারনেট ব্যাবহার করতে হবে শিক্ষামুলক কাজে। আমাদের সমাজে কম্পিউটার, ইন্টারনেট সম্বন্ধে মানুষের যে ধারণা তা দুর করুন এবং প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে নিজেকে খাপ খাওয়ে নিন।
আমি একজন নতুন ব্লগার ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন। আর অবশ্যই কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।।
বিষয়: বিবিধ
১৫০১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন