সম্মানিত রজনী
লিখেছেন লিখেছেন কাশ ০২ জুন, ২০১৩, ১০:৪৯:০৯ রাত
দয়াময় ও মেহেরবান আল্লাহর নামে
নিশ্চয় নাযিল করেছি আমি
আল কোরান,
অতি সম্মানিত রজনীতে
পথ ভ্রষ্ট মানুষের হিতে
দিতে সত্যের সন্ধান।
তুমি কি আছ অবগত
সে রাতের মর্যাদা কত?
অতুল সে নিশি অনুপম
সহস্র মাসের চেয়েও উত্তম।
সে রজনী আাঁধারের শূন্যলোক হতে
অগনিত ফেরেস্তা নামে
মর্তধামে জিবরিল সাথে
শান্তির পশরা নিয়ে-
তাদের প্রভুর আদেশে।
যতক্ষন না ফুটে উঠে
ঊষা লগ্নে উদয় আকাশে
প্রভাতের আলো- ভ্রমে তারা
অবিরত সারা বিশ্বময়
করুনার দ্বার সদা
অবারিত রয়।
বিষয়: বিবিধ
১৪৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন