একটি পুরাতন জোক্স

লিখেছেন লিখেছেন তিতা করল্লা ২৫ জানুয়ারি, ২০১৩, ১২:২০:০২ দুপুর



মৃত্যু শয্যায় এক ডাকাত সর্দার তার পুত্রকে ডাকিয়া বলিলো জীবনে এমন কাজ করিও যাহাতে লোকে আমাকে ভালো বলে স্মরণ করে। এরপই পটল তুলিলো।

কিছু কাল গত হইলে ডাকাত পুত্রও ডাকাতি শুরু করিলো। তবে বাপে মত সে শুধু সম্পদ লইয়া যাইতো না। যাওয়ার কালে গৃহে আগুন ধরাইয়া দিতো।

অতঃপর লোকেরা বলিতে লাগিলো এর থেকে তো তাহার পিতাই তো ভালা আছিলো।

বিষয়: বিবিধ

৮২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File