ঝরা পাতা মরে যায় গাছের নব জীবন.....

লিখেছেন লিখেছেন অন্য চোখে ০৩ এপ্রিল, ২০১৩, ১১:১৬:৫৯ সকাল



মনটা যে নিয়ে নিলি

দিলি আবার কাকে!

দেয়া মন যায় কি নেয়া

লাভ লোকশানের হিসেব নিকেশে!

@

মনটা যে দিয়েই গেলাম

চাইনিতো দান

তোকেও আর চাইবনা

হলাম নিষ্প্রাণ

@

এইযে আমার রাত জাগা

এইযে আমার জেগে থাকা

এইযে আমি আমার সাথে

জেগে জেগে একা একা

@

মনটাকে ছেড়ে দিলাম

যা উড়ে উড়ে

ভুলেও ভাবিনা আর

আসবে সে ফিরে......

বিষয়: বিবিধ

১৩৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File