- সেই পুকুরে ডুবল আমার শৈশব
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০২ মে, ২০১৬, ০১:৩৯:২৮ দুপুর
পুকুর পাড়ে ছিল এক
পেয়ারা গাছ
টুনটুনিটা টুনটুনিয়ে
দিত নাচ।
দেখতে আহা ভীষণ ভালো
লাগতোযে
টুনটুনিটা সেই গাছেই
থাকতোযে।
মাঝ পুকুরে থাকতো ফোটে
শাপলা ফুল
হাওয়া এসে ঢেউয়ের তালে
দিতো দোল।
মন আমার থাকতো পরে
সেই পুকুরে
ডুবতে ডুবতে সাঁতার শেখা
দিন দুপুরে।
সেই পুকুর ভরাট হলো
পাহাড় বালি
মনটা আমার ভেঙ্গেচুরে
হলো খালি।
সেই পুকুরের বুকে আজ
বিশাল বাড়ি
শৈশব আমার গেল চলে
আমায় ছাড়ি।
বিষয়: বিবিধ
৮৭১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দিন দুপুরে সেই পুকুর ভরাট হলো এখন আর পুকুরের প্রয়োজন নেই ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন