- চলছে যেমন চলতে থাকুক
লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৬ এপ্রিল, ২০১৬, ০৬:৪১:৩০ সন্ধ্যা
নিত্য শুনি খুনের খবর
গুণের খবর বটে
উন্নয়নের জোয়ার হলে
এমন নাকি ঘটে।
-
এড়িয়ে চলি গুমের খবর
নিয়ে যাচ্ছে ধরে
ভাবছি যতই আসবে ফিরে
আসছে তবে মরে।
-
খুঁজতে গেলাম শান্তির খবর
পত্রিকাটা খুঁটে
এদিকে তাকায় ওদিক তাকায়
মোটেও না জুটে।
-
গরমটাও পাল্লা দিয়ে
বাড়ছে যেন তেতে
তাতে কারো হাত থাকেনা
মন্ত্রী ওঠেন মেতে।
-
চলছে যেমন চলতে থাকুক
ইস্যুর পরে ইস্যু
লাগলে গরম ঘাম মুছে নিন
এইযে নিন টিস্যু।
বিষয়: বিবিধ
১০০৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন