=-=-=- চা -=-=-=

লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৬ এপ্রিল, ২০১৬, ০১:৪২:৩২ দুপুর



চা ছাড়া হয়না

সকালে এককাপ

ন'টার দিকে কাজের ফাঁকে

চলে আরেক ধাপ।

-

এগারোটায় রুটিন করা

একটার পরে

এককাপ চালিয়ে দিই

লাঞ্চটা করে।

-

চারটায় মন আনচান

ছয়টায় আবার

সাতটায় অপিষ ছুটি

ছোঁয়া হয়না আর।

-

আটটায় যখন ঘরে ঢুকি

গিন্নী সুধায় চা!

এমন মধুর লাগে তখন

না বলা যায়না।

-

চা যেন জীবন সাথী

নিত্য করি পান

চা'তেই যায় ক্লান্তি দূর

জুড়ায় মনোপ্রাণ।

বিষয়: বিবিধ

৭৯০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367169
২৬ এপ্রিল ২০১৬ দুপুর ০২:০৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

গরম গরম রঙীন পানি
দেইনা তাতে দুধ ও চিনি
ঘন্টা দু'য়ের ব্যবধানে
চলতে থাকে রাতে দিনে-
ক'বার যে হয়- কে জানে তা!
জীবন মানেই চায়ের পাতা!!!
২৬ এপ্রিল ২০১৬ দুপুর ০২:১২
304650
অন্য চোখে লিখেছেন : ছাতামাত জীবনটা চা ছাড়া কি জমে?
দশের উপর চলে কাপ চা এক দিনে।
367179
২৬ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:২৪
হতভাগা লিখেছেন :


আমার পছন্দ এটা
২৬ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:১৯
304681
অন্য চোখে লিখেছেন : দেখেইতো পেতে মন চাইছে
367203
২৬ এপ্রিল ২০১৬ রাত ০৯:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কফি খান
২৭ এপ্রিল ২০১৬ রাত ০১:০০
304697
বাকপ্রবাস লিখেছেন : সামটাইম খাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File