- অধরা
লিখেছেন লিখেছেন অন্য চোখে ১৩ এপ্রিল, ২০১৬, ০২:৫৪:৪৪ দুপুর
তোমাকে আমার ভালো লাগে
যেমন লাগে রাতের আঁধার
তুলে এনে ইচ্ছে মতন
সাদা চকে আঁকি পাহাড়।
তোমাকে আমার ভালো লাগে
যেমন লাগে নির্জন দুপুর
গাছের তলায় পুকুর পাড়ে
বাতাসে যেমন মন ফুরফুর।
তোমাকে আমার ভালো লাগে
ভালো লাগে কবিতায়
তোমার কথা লিখতে গিয়ে
নদীর সাথে তুলনায়।
তোমাকে আমার ভালো লাগে
পেছন ফিরে যখন চাও
হাত নাক চোখ কানের দুল
চুলের ক্লিপের রংটাও।
তোমাকে আমার ভালো লাগে
আরো লাগে দুরত্ব
যতই দূরে যেতে থাকো
বাড়ে তার গুরত্ব।
তোমাকে আমার ভালো লাগে
তোমার হয়তো অন্য কেউ
ভালো লাগে পাওয়ার আশায়
না পাওয়ার এক তুমুল ঢেউ।
বিষয়: বিবিধ
৮৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন