# এক জীবনের মূল্যবোধ
লিখেছেন লিখেছেন অন্য চোখে ১১ মার্চ, ২০১৫, ০৩:৫২:৫১ দুপুর
গাড়ি বাড়ি থেকেও যারা রত্রি ভর নিদ্রাহীন
অর্বাচিন
কিসের এতো হিসেব নিকেষ পাওয়া না পাওয়ার হাপিত্তেস
অন্তহীন।
আমরা যারা থাকি পথে দেখ কত আছি সুখে
ভাবনাহীন
ইটের পরে মাথা দিয়ে দিচ্ছি কত রাত কাটিয়ে
স্বপ্নহীন।
বাড়ছে তোমাদের টাকার পাহাড় ন্যায় নীতির করছনা ধার
বোধহীন
করছ কেবল আহজারী দূর্নীতি আর ছলছাতুরী
রাত্রিদিন।
কি আর হবে এসব করে মিশবে ধুলায় দুদিন পরে
আসছে দিন
ঘুম সেদিন আসবে হেসে থাকবেনা কেউ তোমার পাশে
সংগীহীন।
বলছি কি তাই একটু ভাবো তুমি আমি কেউনা রব
চিরদিন
পরহিতে নাইবা এলে তবে মিছে জন্ম নিলে
অর্থহীন।
বিষয়: বিবিধ
১০৯৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কপাল তাদের জন্মেই পোড়া
তারা তত অভাবী।
আপনার সুন্দর ভাবনার জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন