# আমরা তোকাই তাই
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০২ মার্চ, ২০১৫, ১০:৩৪:২৮ রাত
আমাদের ভোট নাই
আমাদের জোট নাই
আমরা থাকি পথের ধারে
তোকাই নাম তাই।
আমাদের অন্ন নাই
আমাদের বস্ত্র নাই
আমরা তাই নেশা করি
ক্ষনিক আনন্দ পাই।
আামাদের আল্লাহ নাই
আমাদের ভগবান নাই
আছে হয়তো অন্ধ আমরা
দেখতে পাইনা তাই।
আমাদের দেশ নাই
আমাদের সরকার নাই
ফুটপাতে রাত্রি ঘুম
ইট বালিশ চটের বস্তায়।
আমাদের শীত নাই
আমাদের গ্রীষ্ম নাই
বর্ষায় ভিজি আর
গ্রীষ্মে শুকাই।
আমাদের মা নাই
আমাদের বাবা নাই
জানিনা আর কে কোথায়
আমরা তোকাই তাই।
বিষয়: বিবিধ
১১৬৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন