# খোকা যখন পড়তে বসে
লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:০৮:০৭ বিকাল
খোকা যখন পড়েতে বসে
সঙ্গে খাতা কলম
খেলতে কখন চোট লেগেছ
খুঁজতে গেল মলম।
একটা মাছি ঘুরছে খোকার
মুখের চারি পাশ
মারতে গিয়ে পড়ল গালে
চড় থাপ্পর ঠাস!
লিখতে বসে আঁকল খোকা
একটা ভুতের ছবি
সেই ভুতটা কান্ড জানে
নানান আজ গুবি।
আম্মু যখন জিজ্ঞেস করে
পড়া হল নাকি
তখন খোকা নড়ে বসে
এইতো একটু বাকি।
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ভালো লাগলো গুরু!
খেলতে কখন চোট লেগেছ
খুঁজতে গেল মলম।
মন্তব্য করতে লগইন করুন