# আত্মবিরোধ (অণুগল্প)
লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:০২:৫১ বিকাল
- বাবা তোমার কাছ থেকে ছেলে মেয়ের ব্যাবধানটা আমি আশা করিনি
- কেন? এমনতো করেছি বলে মনে হয়না
-তাহলে আমরা পাঁচ বোন আসলাম কোথা থেকে? নিশ্চয় তুমি একটা ছেলে চেয়েছিলে।
- একটা ছেলে চেয়েছিলাম কিন্তু ইচ্ছেটা প্রবল ছিল তোর মা’র, সে খুব চাইত।
তারও বছর চারেক পর অনন্যা যখন প্রথম কন্যা সন্তানের মা হল তখন তারও খুব মন খারাপ হয়েছিল, প্রথম সন্তানটা ছেলে হোক সেও খুব করে চেয়েছিল।
বিষয়: বিবিধ
১৪৭৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব সুন্দর লিখেছেন।
ভালো লাগল।
জাজাকাল্লাহু খাইর।
তাইতো ভাবছিলাম, এমন অণুগল্প লিখছে, এই লোকটি আবার কে? অণুগল্পের ব্যাপারে আপনার থেকে এরকম লেখা অন্য কারো কাছ থেকে আশা করা যায় কি?
আবারো ধন্যবাদ এবং শুভেচ্ছা।
বেশি বেশি লিখুন
তিনের ভিতর এক ভাইয়া ধন্যবাদ ।
২) আমার পছন্দের একটা ধারা হল যেখানে অণুগল্প শেষ হবে সেখান থেকে পাঠক এর চিন্তা শুরু হবে
৩)অনেক সময় দেখা যায় বিষয়বস্তু এমন যে উপন্যাস লিখা যাবে কিন্তু সেটা অণুগল্পে অল্প পরিসরে লিখা, লোভটা সামলাতে হবে, বড় হতে না দেয়া, প্রয়োজনে অপ্রসঙগীক বিষয়গুলো ছেটে দেয়া, যেমন ধরুন করিম সাহেবের তিন মেয়ে সালমা আসমা হাফসা, এটা ছেটে তৃতীয় কন্যা হাফসা লিকে বাকি গুলো ছেটে দেয়া, কারন মূল লখ্যটাকে ফোকাস করতে হবে, ফোকস থাকবে এক যায়গায়।
৪) এমনও হতে পারে আপনি বর্ণনা দিলেন একটা পাজি বিড়াল বা পশুর, দশ লাই বর্ণনা দিয়ে লাষ্টে দুই লাইন লিখলেন হাজব্যান্ড আসল আমি গেলাম, পাঠক বুঝতে পারল পাজি বিড়ালটা আপনা হাজব্যান্ড
৫) এমন্ও হতে পারে ঝিকে মেরে বউকে শিক্ষা দেয়া
৬) নির্দিষ্ট কোন বিষয় নেই স্বাধীন, প্রকিতির বর্ণনা দিয়েও হতে পারে
লিঙক দিলাম একটা বই এর এবঙ পেইজ এর ঘুরে দেখতে পারেন
পেইজ : Click this link
বই : Click this link
মন্তব্য করতে লগইন করুন