অন্য চোখে - ৩
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০৭ জানুয়ারি, ২০১৩, ০৩:২৯:৪০ দুপুর
অন্য রকম ভাবতে গিয়ে
হোঁচট খেলাম শেষে
সবই দেখি অন্য রকম
আজব বাংলাদেশে
নিয়ম নীতির ধার ধারেনা
অনিয়মটাই নিয়ম
আঙ্গুল ফুলে কলা গাছ
অফিসের পিয়ন
দূর্নীতিটাই নীতি যেন
আগা থেকে গোড়া
কারো কোন ভ্রক্ষেপ নেই
সয়ে গেছে পোড়া
আমিও কি গা ভাসাব
সবার মতো করে!
অন্য চোখে দেখতে গিয়ে
ভাবছি নতুন করে
বিষয়: সাহিত্য
৯৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন