আজকের আড্ডায়

লিখেছেন লিখেছেন অন্য চোখে ০৭ মার্চ, ২০১৪, ১০:২৫:৪০ রাত



আজকে তিনটা আড্ডা হয়ে গেল, একটা ঢাকায় লাইট হাউসে অন্যটা চট্টগ্রামে আর আরেকটা ইউএইতে ব্লগার সিটিজিবিডি এর বাসায় ব্লগার আব্দুল্লাহ শাহীন সদলবলে হাজির, তাই আড্ডা নিয়ে আমার আড্ডামি, নিজে যেহেতু থাকতে পারলামনা তাই কবিতা দিয়ে উপস্থিত হলাম



আজ বিকেলটা চা এর চুমুকে

অমুকে আর তমুকে কেটেছে বেশ ভালই

অনেক দিনের পরে বাহার আসল ঘরে

বলল চল চকবাজারের মোড়ে চা এর আড্ডায়

নজরুল এসেছিল সংগে ছিল মামুন

রুদ্র কি জানি বলতে চেয়িছিল সবুজ বলল থামুন

আজকের আড্ডায় কত কিযে মনে পড়ে যায়

মেঘের ফাঁকে বৃষ্টির উকি মন বলছিল নামুন


লোকমান বলল ইস তোরাও পারিস

আমি কেন ছিলামনা বললনো কেউ আমাকে

ফখরুল আক্ষেপে কপালটা চাপকে

বিষন্নতায় বলে আমার খবর আর কে রাখে

তারেকুল দূর থেকে আশীর্বাদ দিয়ে রাখে

ফেইসবুকে দেখে ছবিটা

সে থাকে ঢাকায় চাইলেই কি আসা যায়

রাতি দিন ব্যাস্ত কর্পোরেট চাবিটা


মুসা আছে আগের মতোই ক্লোজ আপ হাসিটায়

আবদু্ল্লা এখনো তার খোবলানো দাড়ি নিয়ে খোচায়

কত কিযে হয়ে গেল আজকের আমাদের চা এর আড্ডায়

ইশতিয়াক নিজ পায়ে দাঁড়িয়ে গেছে লেগে থাকার চেষ্টায়

বিষয়: বিবিধ

১৭৬৬ বার পঠিত, ৫৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188596
০৭ মার্চ ২০১৪ রাত ১০:৩৪
সজল আহমেদ লিখেছেন : চমত্‍কার,চমত্‍কার অতিচমত্‍কার।
০৮ মার্চ ২০১৪ রাত ০১:৪৩
139943
অন্য চোখে লিখেছেন : চমতকার ধন্যবাদ সজল আহমেদ ভাই
188597
০৭ মার্চ ২০১৪ রাত ১০:৩৫
চেয়ারম্যান লিখেছেন : আল্লাহগো যারা আমাদের রেখে একলা একলা চা খেয়েছে , তাদেরকে তুমি বউ ভাগ্যে জুটাইওনা Tongue Big Grin
মাসল্লাহ কপ্তে দারুন হইছে ভাইডি
০৭ মার্চ ২০১৪ রাত ১০:৪৫
139884
আবু সাইফ লিখেছেন : বাহ, দারুণ তো!!
ব্লগাত্মীয়দের আড্ডা ভালৈ জমে উঠছে..

আর....

কী আশ্চর্য!!
এইমাত্র ভাবছিলাম- অনেকদিন সাক্ষাত/কথা নেই ব্লগচেয়ারম্যানের সাথে...

আর এ পোস্টে ঢুকেই দেখি আপনি!!

আলহামদুলিল্লাহ...

আসলে ব্লগের ভাইবোনদের অনেকের কথাই অনেক সময় নিজের আনিচ্ছাতেই মনে পড়ে যায়

[আল্লাহতায়ালা যেন তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যেই আমাদের এ ভালোবাসা কবুল ও চিরস্থায়ী করেন- আমীন]
০৭ মার্চ ২০১৪ রাত ১০:৫২
139890
আওণ রাহ'বার লিখেছেন : কেউ একলা খায়নাইক্কা দল বাধি খাইচে ।
পাল্টাউল্টা কমেন্টান কেল্লা?
বউ যেন্নো তাড়াতাড়ি পান এই দোয়া করেন।
নিজের ঝামেলা শেষ তো তাই? Time Out Time Out
০৭ মার্চ ২০১৪ রাত ১০:৫৪
139892
চেয়ারম্যান লিখেছেন : সাইফের বাবা @ আসলে এটা হলো আত্মার বন্ধন। ব্লগে ফেসবুকে সব জায়গায়। আপনাকে ও প্রচুর মিস করি Love Struck Praying Praying
০৭ মার্চ ২০১৪ রাত ১০:৫৬
139899
চেয়ারম্যান লিখেছেন : আচ্ছা আপনার জন্য দুয়া করে দিলাম , দুনিয়াতে ৪ বউ , বেহেস্তে ৭০ হুর আল্লাহ দিয়ে দিক Tongue Tongue @ রাহবার
০৭ মার্চ ২০১৪ রাত ১১:৩৫
139924
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমীন, আল্লাহ তুমি চেয়ারম্যান সাবরে আরো ৫টা বউ দাও, ১২০টা সন্তান দাও।
০৮ মার্চ ২০১৪ রাত ০১:৪৫
139945
অন্য চোখে লিখেছেন : এইখানে দেহি বিয়া বাড়ির আয়োজন চলতাছে আমি কিন্তু একটা ছাগল এর চাইতে একটা মুরগীর ডিমের পয়সাও খরচ করতে রাজি নাই
188598
০৭ মার্চ ২০১৪ রাত ১০:৩৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমরা কিন্তু ঢাকার আড্ডায় আমসত্ত্ব খেয়েছি।
০৮ মার্চ ২০১৪ রাত ০১:৪৬
139946
অন্য চোখে লিখেছেন : জিহ্বা দেখিত হাচাই খাইচেন কিনা
০৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৫০
140084
ইকুইকবাল লিখেছেন : কেমন লাগল আড্ডা? ক্ষেপেননি তো? কারণ নজরুলের কবিতাটি মনে আছে? যা আমি আপনাকে শুনিয়েছিলাম
188606
০৭ মার্চ ২০১৪ রাত ১০:৪১
আওণ রাহ'বার লিখেছেন : পিলাচ অন্যচোখে এত্তো দেখলে হোপে?? নিজের চোখে দেখ্খার ব্যাবস্থা করুন। Good Luck Happy Time Out
০৭ মার্চ ২০১৪ রাত ১০:৫৫
139895
চেয়ারম্যান লিখেছেন : কার চোখে দেখে ??Tongue
০৭ মার্চ ২০১৪ রাত ১১:০০
139904
আওণ রাহ'বার লিখেছেন : সেইটাতো বুঝলামনা @চেয়ারম্যানসাব Time Out Time Out
০৭ মার্চ ২০১৪ রাত ১১:০৪
139905
চেয়ারম্যান লিখেছেন : ভাবির চোখে দেখে মনে হয় Tongue Love Struck Love Struck
০৮ মার্চ ২০১৪ রাত ০১:৪৭
139947
অন্য চোখে লিখেছেন : নিজের চোখে দেইখা আপনাগো ভাবিরে আনছি
এইবার অন্য চোখে অন্য কাউরে চাইতাছি
০৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৯
140082
ইকুইকবাল লিখেছেন : হাহ হা তুমি আমার দোস্তকে কিযে বলনা ভাইজান!!!
188609
০৭ মার্চ ২০১৪ রাত ১০:৪৫
মাই নেম ইজ খান লিখেছেন : প্রাণোচ্ছল এই আড্ডা গুলো প্রাণে প্রাণে নতুন দিনের আলো ছড়িয়ে যাক...
০৮ মার্চ ২০১৪ রাত ০১:৪৮
139950
অন্য চোখে লিখেছেন : আমীন এটা আসলে কাজের আড্ডা হল খুব কাজের, এই আড্ডার আলো ছড়িয়ে পড়ুক জনে জনে মনে মনে
০৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৮
140081
ইকুইকবাল লিখেছেন : আমিন
188615
০৭ মার্চ ২০১৪ রাত ১১:০২
০৮ মার্চ ২০১৪ রাত ০১:৪৮
139951
অন্য চোখে লিখেছেন : সাতমিশালি অুনভতির মিশেল দিলেন তার জন্য আট মিশালি ধন্যবাদ
188618
০৭ মার্চ ২০১৪ রাত ১১:১৫
জোস্নালোকিত জ্যাস লিখেছেন : আহা.... Happy
০৮ মার্চ ২০১৪ রাত ০১:৪৯
139952
অন্য চোখে লিখেছেন : যাক উহু বলেননায় তার জন্য ধন্যবাদ
188624
০৭ মার্চ ২০১৪ রাত ১১:২৩
বিন হারুন লিখেছেন : খুব ভাল, Oh go On
০৮ মার্চ ২০১৪ রাত ০১:৪৯
139953
অন্য চোখে লিখেছেন : ভাল কোনটা? অনেকে আমসত্ব খেল শুনলাম আপনি কি না খেয়েই খুশি?
০৮ মার্চ ২০১৪ সকাল ১০:১৯
139989
বিন হারুন লিখেছেন : ভালো তো, ভালো না? আমাদের রেখে আপনারা কয়েকজন মিলে চায়ের আড্ডা দিচ্ছেন?
০৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৫১
140085
ইকুইকবাল লিখেছেন : কেন যোগাযোগ রাখতে পারেননা। শুধু হারুনের বাবা হয়ে বসে থাকলেই হবে!!! তবে আমি একটু বিস্কুট বেশি খেয়েছি অনেক ভাল লাগছিল তাই
188627
০৭ মার্চ ২০১৪ রাত ১১:২৪
ফেরারী মন লিখেছেন : চেয়ারম্যান লিখেছেন : আল্লাহগো যারা আমাদের রেখে একলা একলা চা খেয়েছে , তাদেরকে তুমি বউ ভাগ্যে জুটাইওনা Thumbs Up Thumbs Up Thumbs Up Big Grin Big Grin Big Grin
০৭ মার্চ ২০১৪ রাত ১১:৩৬
139926
বাংলার দামাল সন্তান লিখেছেন : কি আপনার ও কি বউ লাগবে নাকি? লাগলে দোয়া করি আপনার যেন ৫টা নতুন বউ হয়।
০৮ মার্চ ২০১৪ রাত ০১:৫০
139955
অন্য চোখে লিখেছেন : দামাল ভাই এর নিজের খবর নাই
ব্লগে দেখি জনে জনে বউ বিলায় Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১০
188629
০৭ মার্চ ২০১৪ রাত ১১:২৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শুধু আড্ডা আর আড্ডা ,ধন্যবাদ ভাইয়া
০৮ মার্চ ২০১৪ রাত ০১:৫০
139956
অন্য চোখে লিখেছেন : জামাল ভাইরে কি অষুধ কিন্না দিয়ে আসছেন নাকি নিজে খাইয়া বগল বাজাইতাছেন
০৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৫২
140086
ইকুইকবাল লিখেছেন : এবার কাজ শুরু হবে
১১
188644
০৮ মার্চ ২০১৪ রাত ১২:১৯
নানা ভাই লিখেছেন : ভালো লাগলো,পিলাচ।
০৮ মার্চ ২০১৪ রাত ০১:৫১
139957
অন্য চোখে লিখেছেন : হায় হায় নানার দাত দেখি খই এর মতো ফুটতাচে আর ছিইটা পড়তাছে
১২
188646
০৮ মার্চ ২০১৪ রাত ১২:২৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : প্রিয় কবি কি চোখে অপারেশন করিয়েছে নাকি ?
হঠাৎ অন্য চোখে দেখছে কেন ?
আমার এ্যালবামখান হারিয়ে গেছিল ।
এখন দেখি ছবিটা অন্য চোখে দেখছে । Nail Biting
০৮ মার্চ ২০১৪ রাত ০১:৫২
139958
অন্য চোখে লিখেছেন : নিজের চোখে করছি এক বিয়া
এবার একটা করছে চাই অন্য চোখ দিয়াRolling on the Floor
১৩
188663
০৮ মার্চ ২০১৪ রাত ০১:৫৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : আড্ডা বাজি করছে সবাই
হঠাঁৎ নাকি সাবাইকে বলে?
দায়াত নেই কাশী নেই
জানব কেমন করে!!!
****************
Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming
০৮ মার্চ ২০১৪ রাত ০২:০৪
139962
অন্য চোখে লিখেছেন : দা্ওয়াত দিযে করবেন কি
আপনার আছে ডিউটি
ব্লগে তাই ছবি দেখেই
মিটাতে থাকেন এমনিতেই
১৪
188688
০৮ মার্চ ২০১৪ সকাল ০৭:১৪
শেখের পোলা লিখেছেন : আড্ডা হবে বাড্ডা গিয়ে,
এমন কথাই ছিল,
কেমন করে নোটিশ ছাড়া
চক বাজারে হল?
নজরুল গেল রুদ্র গেল,
মামুন আরও সবুজ,
আমরা কজন রইনু বাকী,
আমরাকি সব অবুঝ?
নজরুল, ফখরুল,তারেক গেল,
মুসাও গেল সাথে,
আরও কজন রয়েছে বসে,
কাপ রয়েছে হাতে৷
দুঃখে আমার হাত চলেনা,
বেরোয় না আর লেখা,
আবার যদি আড্ডা জমে,
হতেও পারে দেখা৷

০৮ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৫
140107
নেহায়েৎ লিখেছেন : আড্ডা দিনু আমরা কজন
যারা কাছে ছিলাম,
যে যেতে চায় তারে ডেকেও
আমি সাথে নিলাম।

আপনি ছিলেন কোথায় তখন
খুঁজেতো ভাই পাইনি,
ভাইকে রেখে মনটা খারাপ
তাইতো কিছু খাইনি।

এসেই দেখি জমেছে আসার
চলছে মজার আড্ডা,
আসতে একটু লেট হয়েছে
আমার বাসা বাড্ডা।
০৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০০
140203
শেখের পোলা লিখেছেন : ওস্তাদ যে কোথায় থাকেন বুঝিনা৷ বহুত খুঁজি৷ ধন্যবাদ দেখা মেলার জন্য৷
০৯ মার্চ ২০১৪ রাত ০১:০৩
140354
অন্য চোখে লিখেছেন : শেখের পোলার শোখে দেখ
নেহায়েৎ ভা্ই খাইনি
এমন মধুর বন্ধু খুঁজে
কেন আমি পাইনি
০৯ মার্চ ২০১৪ রাত ১১:৫৫
140739
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : Good Luck
Good Luck
Good Luck
এ যেন আড্ডা নয়
রসের একখান হাড়ি,
আসতে আমার দেরি হল
পাম্চার ছিল গাড়ি ।

০৯ মার্চ ২০১৪ রাত ১১:৫৬
140740
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : Good Luck
Good Luck
Good Luck
এ যেন আড্ডা নয়
রসের একখান হাড়ি,
আসতে আমার দেরি হল
পাম্চার ছিল গাড়ি ।

১৫
188756
০৮ মার্চ ২০১৪ সকাল ১০:৪৩
সিটিজি৪বিডি লিখেছেন : বৃহস্পতিবার রাতে অফিস থেকে বের হবার আগে থেকে কোমরে ব্যথা-মাথা ব্যথা-জ্বর ছিল। তারপরেও শাহীনভাইকে নিয়ে শুক্রবার সকাল দশটা থেকে দুপুর ২ পর্যন্ত দুবাই ক্রিকে ঘুরে বেড়িয়েছি। অসুস্থ না হলে আরো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম।
০৯ মার্চ ২০১৪ রাত ০১:০৪
140355
অন্য চোখে লিখেছেন : হরিষে বিষাদ ভ্রমণ হল তাহলে আপনার সুস্থতা কামনা করছি
১৬
188779
০৮ মার্চ ২০১৪ সকাল ১১:১০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মনে রেখো, আমিও ছিলাম..
ছোট্ট বিকেল আর আড্ডা হাসি গান,
আমি সিবিএফ কে দিলাম।
আমিও ছিলাম........ Happy Happy Happy
০৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৮
140080
ইকুইকবাল লিখেছেন : ওফ দারুণ তো ভালই লাগল গানটি।
এই আড্ডায় আমিও ছিলাম---
০৯ মার্চ ২০১৪ রাত ০১:০৫
140356
অন্য চোখে লিখেছেন : ছিলাম ছিলাম আমিও ছিলাম
নেটে বসে ডিজিটালে খেলাম
১৭
188875
০৮ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৯
নেহায়েৎ লিখেছেন : আসলে মনের মতো মানুষ পেলে আড্ডা খারাপ জমে না!
০৯ মার্চ ২০১৪ রাত ০১:০৫
140357
অন্য চোখে লিখেছেন : মনের মতো বউ পেলে
আড্ডায় আসা হয়না
১৮
189155
০৯ মার্চ ২০১৪ রাত ০৩:১০
আবু তাহের মিয়াজী লিখেছেন : আন্নেরা কি কি বলেন
আই ঘুইরা ঘুইরা আইসা
পড়ি আর Big Grin Big Grin Big Grin Big Grin
০৯ মার্চ ২০১৪ সকাল ০৮:৩৮
140409
অন্য চোখে লিখেছেন : দাত মাজি আসেন লাল হইয়া আছে, টুথপেষ্ট দি মাজবেন, ছাইফাই দিযে না
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:০১
140541
আবু তাহের মিয়াজী লিখেছেন : একদিন খাইছি পান, আর পাইনা খাই নাCrying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File