আজকের আড্ডায়
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০৭ মার্চ, ২০১৪, ১০:২৫:৪০ রাত
আজকে তিনটা আড্ডা হয়ে গেল, একটা ঢাকায় লাইট হাউসে অন্যটা চট্টগ্রামে আর আরেকটা ইউএইতে ব্লগার সিটিজিবিডি এর বাসায় ব্লগার আব্দুল্লাহ শাহীন সদলবলে হাজির, তাই আড্ডা নিয়ে আমার আড্ডামি, নিজে যেহেতু থাকতে পারলামনা তাই কবিতা দিয়ে উপস্থিত হলাম
আজ বিকেলটা চা এর চুমুকে
অমুকে আর তমুকে কেটেছে বেশ ভালই
অনেক দিনের পরে বাহার আসল ঘরে
বলল চল চকবাজারের মোড়ে চা এর আড্ডায়
নজরুল এসেছিল সংগে ছিল মামুন
রুদ্র কি জানি বলতে চেয়িছিল সবুজ বলল থামুন
আজকের আড্ডায় কত কিযে মনে পড়ে যায়
মেঘের ফাঁকে বৃষ্টির উকি মন বলছিল নামুন
লোকমান বলল ইস তোরাও পারিস
আমি কেন ছিলামনা বললনো কেউ আমাকে
ফখরুল আক্ষেপে কপালটা চাপকে
বিষন্নতায় বলে আমার খবর আর কে রাখে
তারেকুল দূর থেকে আশীর্বাদ দিয়ে রাখে
ফেইসবুকে দেখে ছবিটা
সে থাকে ঢাকায় চাইলেই কি আসা যায়
রাতি দিন ব্যাস্ত কর্পোরেট চাবিটা
মুসা আছে আগের মতোই ক্লোজ আপ হাসিটায়
আবদু্ল্লা এখনো তার খোবলানো দাড়ি নিয়ে খোচায়
কত কিযে হয়ে গেল আজকের আমাদের চা এর আড্ডায়
ইশতিয়াক নিজ পায়ে দাঁড়িয়ে গেছে লেগে থাকার চেষ্টায়
বিষয়: বিবিধ
১৭৬৬ বার পঠিত, ৫৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাসল্লাহ কপ্তে দারুন হইছে ভাইডি
ব্লগাত্মীয়দের আড্ডা ভালৈ জমে উঠছে..
আর....
কী আশ্চর্য!!
এইমাত্র ভাবছিলাম- অনেকদিন সাক্ষাত/কথা নেই ব্লগচেয়ারম্যানের সাথে...
আর এ পোস্টে ঢুকেই দেখি আপনি!!
আলহামদুলিল্লাহ...
আসলে ব্লগের ভাইবোনদের অনেকের কথাই অনেক সময় নিজের আনিচ্ছাতেই মনে পড়ে যায়
[আল্লাহতায়ালা যেন তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যেই আমাদের এ ভালোবাসা কবুল ও চিরস্থায়ী করেন- আমীন]
পাল্টাউল্টা কমেন্টান কেল্লা?
বউ যেন্নো তাড়াতাড়ি পান এই দোয়া করেন।
নিজের ঝামেলা শেষ তো তাই?
এইবার অন্য চোখে অন্য কাউরে চাইতাছি
ব্লগে দেখি জনে জনে বউ বিলায়
হঠাৎ অন্য চোখে দেখছে কেন ?
আমার এ্যালবামখান হারিয়ে গেছিল ।
এখন দেখি ছবিটা অন্য চোখে দেখছে ।
এবার একটা করছে চাই অন্য চোখ দিয়া
হঠাঁৎ নাকি সাবাইকে বলে?
দায়াত নেই কাশী নেই
জানব কেমন করে!!!
****************
আপনার আছে ডিউটি
ব্লগে তাই ছবি দেখেই
মিটাতে থাকেন এমনিতেই
এমন কথাই ছিল,
কেমন করে নোটিশ ছাড়া
চক বাজারে হল?
নজরুল গেল রুদ্র গেল,
মামুন আরও সবুজ,
আমরা কজন রইনু বাকী,
আমরাকি সব অবুঝ?
নজরুল, ফখরুল,তারেক গেল,
মুসাও গেল সাথে,
আরও কজন রয়েছে বসে,
কাপ রয়েছে হাতে৷
দুঃখে আমার হাত চলেনা,
বেরোয় না আর লেখা,
আবার যদি আড্ডা জমে,
হতেও পারে দেখা৷
যারা কাছে ছিলাম,
যে যেতে চায় তারে ডেকেও
আমি সাথে নিলাম।
আপনি ছিলেন কোথায় তখন
খুঁজেতো ভাই পাইনি,
ভাইকে রেখে মনটা খারাপ
তাইতো কিছু খাইনি।
এসেই দেখি জমেছে আসার
চলছে মজার আড্ডা,
আসতে একটু লেট হয়েছে
আমার বাসা বাড্ডা।
নেহায়েৎ ভা্ই খাইনি
এমন মধুর বন্ধু খুঁজে
কেন আমি পাইনি
এ যেন আড্ডা নয়
রসের একখান হাড়ি,
আসতে আমার দেরি হল
পাম্চার ছিল গাড়ি ।
এ যেন আড্ডা নয়
রসের একখান হাড়ি,
আসতে আমার দেরি হল
পাম্চার ছিল গাড়ি ।
ছোট্ট বিকেল আর আড্ডা হাসি গান,
আমি সিবিএফ কে দিলাম।
আমিও ছিলাম........
এই আড্ডায় আমিও ছিলাম---
নেটে বসে ডিজিটালে খেলাম
আড্ডায় আসা হয়না
আই ঘুইরা ঘুইরা আইসা
পড়ি আর
মন্তব্য করতে লগইন করুন