মজুমদার মিষ্টান্ন ভান্ডার
লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৩১:১১ বিকাল
তুমি এতো মিষ্টি কেন
বুকে জ্বালা করে
তবুও আমি তোমাকে চাই
সকাল দুপুরে
বিকেলে তুমি রাতেও তুমি
তুমি ঘোমের ঘোরে
তোমায় ছাড়া মনটা আমার
কেমন জানি করে
তুমি আমার শীত বর্ষা
হেমন্ত বসন্ত
তুমি আমার বর্ণমালার
বিষর্গ হসন্ত
তুমি আমার তুমি আমার
তোমাকেই চাই বারবার
মিষ্টির রাজা কালো জাম
মজুমদার মিষ্টান্ন ভান্ডার
বিষয়: বিবিধ
১১৬৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফরাসি আত্মভোলা পণ্ডিত গিয়ম বুদে লাইব্রেরিতে পড়ছিলেন। এ সময় তার চাকর এসে জানাল, বাসায় আগুন লেগেছে।
বই থেকে চোখ না তুলেই বুদে জানালেন, 'তুমি তো জানো সাংসারিক ব্যাপারগুলো আমার স্ত্রীই দেখে, তাকে বলো।
মন্তব্য করতে লগইন করুন