বাড়ী ভাড়া দিচ্ছে নাড়া

লিখেছেন লিখেছেন অন্য চোখে ২৯ জানুয়ারি, ২০১৪, ০৬:০৭:০৪ সন্ধ্যা



বাড়ী ভাড়া দিশেহারা নাকাল ভাড়াটিয়া

বছর ঘুরে না আসতেই বাড়ছে লাফাইয়া

জানুয়ারীতে বাড়ছে একবার জুনেও ঠিক তাই

কলিং বেলে আওয়াজ দিলে প্রাণটা যেতে চাই

At Wits' End

আয় রোজগার ভাটার টানে দেখছেনা সরকার

তাদের কেবল মরি বাঁচি গদিটাই দরকার

ব্যাবসাপাতি যা ছিল তা হরতাল অবরোধে

লসের উপর ট্যাক্স আছে ব্যাংক বীমার সূদে

At Wits' End

জানটা হাতে নিয়ে যারা যাচ্ছি অপিস পাড়া

কেঁদে কেটে যাচ্ছি হেটে দ্বিগুণ রিক্সা ভাড়া

এসব করে কোন মতে বছর হল শেষ

বাড়িওয়ালা দিল হানা আছেন নাকি বেশ!

At Wits' End

কেউ দেখেনা কেউ ভাবেনা আমরা ভাড়াটিয়া

কেমন করে চলছে জীবন হামাগুড়ি দিয়া

ইচ্ছে করে গ্রামে গিয়ে হব নগর ছাড়া

লতা পাতা খাব তবু গুণবনা আর ভাড়া

বিষয়: বিবিধ

১১৪১ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

169704
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
সজল আহমেদ লিখেছেন : বাহবা
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১৭
123775
অন্য চোখে লিখেছেন : কারে দিলেন বাহ বা
বাড়িওয়ালা না ভাড়া টিয়া
169706
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : লতা পাতা কেন খাবেন ?সিগারেট খান
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১৮
123776
অন্য চোখে লিখেছেন : আপনাগো সিলটি মনতিরি সিগারেট খাই হাগল
অই গেছে, আইজ দেখলাম গান গায়, সেরাম বিনুদুন
169719
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : লতা পাতা খাব তবু গুণবনা আর ভাড়া
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১৯
123778
অন্য চোখে লিখেছেন : লতা পাতা খাব তবু গুণবনা আর ভাড়া
প্রয়োজনে বাড়িওয়ালার মেয়ের হাতে
পড়াব হাতকড়া
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৩২
123786
আবু তাহের মিয়াজী লিখেছেন : Tongue Tongue Tongue Tongue Tongue Tongue
169723
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
সিটিজি৪বিডি লিখেছেন : আমাদের কোন দোষ নাই জনাব,,বিল্ডির তৈরী করতে রড-সিমেন্ট-বালি-ইট-আরো কত কিছুর প্রয়োজন হয়।..এই সামগ্রীর দাম দিন দিন বেড়েই চলেছে বলে বাড়ির মালিকেরা ভাড়া বাড়িয়ে দিচ্ছে। তবে আপনি যদি আমার বাসায় ভাড়া থাকতে চান তাহলে আপনার কাছ থেকে কিছু কম রাখা যেতে পারে......(নিজেরটা ভাড়া দিয়ে কি আমার বাসায় আসবেন?)
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:২০
123779
অন্য চোখে লিখেছেন : পরের দুঃখে কান্দিয়া বলি ভাড়া কমাইয়া দাও
সুখে দুখে এক সাথে কাধে কাধ মিলাও
169738
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
প্যারিস থেকে আমি লিখেছেন : বাড়ি ভাড়া আর না আর না।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:২১
123780
অন্য চোখে লিখেছেন : থাকমু কোথায় কন না?
169751
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
বিন হারুন লিখেছেন : ভালো লাগলো, পিলাচ
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:২১
123781
অন্য চোখে লিখেছেন : ধন্যবাদ বিন হারুন ভাই
ভাড়া কিন্তু কমানো চাই
169775
২৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২২
প্রিন্সিপাল লিখেছেন : ভালো লাগলো
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:২২
123782
অন্য চোখে লিখেছেন : ধন্যবাদ স্যার
ভাড়া বাড়ালে কিন্তু
কথা কমুনা আর
169803
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৭
জবলুল হক লিখেছেন : ভালো লাগলো ।বেশ চমৎকার হয়েছে।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:২২
123783
অন্য চোখে লিখেছেন : তাই নাকি ভাই
ধন্যবাদ নেবেন তাই
169816
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৮
শেখের পোলা লিখেছেন : আর কটাদিন সবুর করেন,
দুঃখ যাবে চলে,
শুনেছেন না সিঙ্গাপুর
সেথায় যাব চলে৷
বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া,
তুচ্ছ কথা ভেবে,
সময় যদি নষ্ট করেন,
দেশ গড়বেন কবে?
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:২৩
123784
অন্য চোখে লিখেছেন : খুব দেখালে স্বপ্ন
বাড়ি ভাড়ার টাকা গুনতে
বেচি বউ এর স্বর্ণ
১০
170254
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৬
সিকদারর লিখেছেন : বাড়িওয়ালার জ্বালায় ,
মনটা আমার পালায় ।
প্রতি বছর ভাড়া বাড়ে ,
হাজার টাকা করে।
বেতনত বাড়ে না হাজার টাকায়,
বাড়ি ভাড়াত নয় যেন হরিন লাফায়।
মনটা কয় যাইগা বনে ,
কিন্তু সেথায় থাকব কাহার সনে।
বউ যাবে যাবেনা ছেলে-মেয়ে,
ঐ বিজনে থাকব কাহার সনে।
ভাড়া বাড়ে সুবিধা বাড়ে না,
পানি দিবে মেপে তায় আবার কলের নাই মাথা ।
দরজার নাই সিটকিনি, ভেন্টিলেটার ভাংগা,
ভাড়া বাড়াবে ষোল আনা,
থাকলে থাক না থাকলে যাওগা না ।
হায়রে কপাল এই শহরে থাকত যদি একটা বাড়ি,
তাহলে কি খাইতে হইত বাড়িওয়ালার ঝাড়ি ।
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১১
124036
অন্য চোখে লিখেছেন : ভাবছি এখন ইয়ে
বুঝতাম যদি আগে
করতাম গিয়ে বিয়ে
বাড়িওয়ালার মেয়ে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File