ঈদ এলে
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০৯ আগস্ট, ২০১৩, ০৩:৪৭:২৪ দুপুর

ঈদ এলে
কাঁদতেন আমার মা
তার ছেলেদের
জুতু-জামা কেনা হত’না ![]()
ধূয়ে মুছে
পুরোনো যা আছে
সান্তনা দিতেন
এখনো বেশ আছে ![]()
তখন আমি
অবুঝ ছিলাম তাই
বায়না ধরতাম
সবই নতুন চাই![]()
মা তখন
আদ্র কোমল স্বরে
কথা দিতেন
হবে পরের বারে![]()
এখন আমার
অঢেল টাকা পয়সায়
কিনতে পারি
মন যা চাই![]()
তবুও আমার
হয়না কেনা শাড়ি
মা গিয়েছে
না ফেরার বাড়ী ![]()
সুখের দিনে
মা গিয়েছে চলে
ঈদ আমার
কাটে নয়ন জলে
বিষয়: বিবিধ
১৩২৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন