ইচ্ছে স্বাধীন
লিখেছেন লিখেছেন অন্য চোখে ০১ জুলাই, ২০১৩, ১২:২৬:১২ দুপুর
ইচ্ছে তুমি বেয়াড়া ভীষণ এমন কেন বল
ইচ্ছে হল তায় বলেকি ইচ্ছে মতন চল
ইচ্ছে তুমি সকাল দুপুর দিচ্ছ বড় তাড়া
ইচ্ছে তোমার মান ভাঙ্গাতে হচ্ছি নিদ হারা
@
ইচ্ছে তুমি ইচ্ছে করেই আগ বাড়িয়ে চল
ইচ্ছে তুমি চাইছো টাকি খোলসা করে বল
ইচ্ছে তোমার ইচ্ছে বুঝি আমায় যাবে ছেড়ে
ইচ্ছে তোমার দোহায় লাগে যেওনা এমন করে
@
ইচ্ছে তোমার ইচ্ছে গুলো আমায় খুলে বল
ইচ্ছে তোমার সংগে যাব আমায় নিয়ে চল
ইচ্ছে তুমি মুক্ত এখন দিলাম লাগাম ছেড়ে
ইচ্ছে হলেই যেতে পার সুদুর অচিন পুরে
#########
গল্পকবিতা ডটকমে দেয়া হল এটা, লিংক: Click this link
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন