ছন্নছাড়া
লিখেছেন লিখেছেন অন্য চোখে ২০ জুন, ২০১৩, ১১:৩৪:২৫ সকাল
সেই থেকে তুমি আমি, আমি তুমি হারা
আমি জানি, জানি আমি, আমার স্বপ্নগুলো
ছন্নছাড়া, ছন্নছাড়া আর ছন্নছাড়া আর ছন্নছাড়া
.
সেই কবে তুমি আমি, আমি তুমি পাগলপারা
আজ আমি, শুধুই আমি, আর আমি, আজ আমি
ছন্নছাড়া, ছন্নছাড়া আর ছন্নছাড়া আর ছন্নছাড়া
.
এই তুমি, নেই্ তুমি, সেই তুমি, নেই তুমি
তুমি তুমি, শুধু তুমি, আর তুমি, আর আমি
ছন্নছাড়া, ছন্নছাড়া আর ছন্নছাড়া আর ছন্নছাড়া
.
এই আমি, সেই আমি, ছিলাম আমি, আছি আমি
জানি জানি, সবই জানি, আজ আমি তুমি হারা,
আর আমি, ছন্নছাড়া, ছন্নছাড়া আর ছন্নছাড়া
বিষয়: বিবিধ
১৫২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন