আজ দু'জনার দুটি পথ দু'টি দিকে গেছে বেঁকে.........(পর্ব-২)
লিখেছেন লিখেছেন অন্য চোখে ৩১ জানুয়ারি, ২০১৩, ০৫:১৯:১৮ বিকাল
বি.দ্র. এই পর্বটা আগে দেয়া হয়েছিল কিন্তু এখন আমার পাতায় দেখতে পাচ্ছিনা এবং গত দুইদিন যাবৎ ব্লগ ওপেন করা যাচ্ছিলনা মডারেশান নোটিশ দিয়ে রেখেছিল সাময়িক ত্রুটি হতে পারে সেই সূত্রে হয়তো আমার পর্বটা ডিলিটও হতে পারে তাই ধারাবাহিকতা রক্ষার্থে আবার দিলাম, এতে যদি কেউ বিরক্ত হয়ে থাকেন আন্তরিক ক্ষমাপ্রার্থী...
আগের পর্ব: ১...Click this link
শাকিল মেইল পাঠাল..
সালাম নেবেন, "আসসালামুআলাইকুম।" আপনি হয়তো শুনে থাকবেন আমার ব্যাপারে, যদিও আমি জানিনা কিছুই। জোৎস্না আপু আপনার মেইল আইডি টা আমাকে দিলেন যোগাযোগ করার জন্য। কিন্তু এমন একটা পরিস্থিতি তে কিভাবে নিজেকে উপাস্থাপন করতে হয় কিংবা শুরুটা কিভাবে সামাল দিতে হয় আমার জানা নেই। তবুও সাহস করে মেইলটা লিখা। আমার মেইল এড্রেস এবং ফোন নাম্বার লিখে দিলাম, প্রয়োজন বোধ করলে আপনি যোগাযোগ করতে পারেন অথবা আপত্তি বা সংকোচ না থাকলে আপনার কন্ট্রাক্ট নাম্বার আমাকে পাঠালে আমি ফোন করতে পারি, কিংবা মেসেঞ্জার বা স্কাইপ ইউজ করা যায় যদি স্বাচ্ছন্দ বোধ করেন। আমার মতামত জানালাম এখন আপনি কোন মাধ্যমটা স্বাচ্ছন্দ বোধ করবেন সেটা আপনার উপর ছেড়ে দিলাম।"
আজকের মতো এখানেই ইতি টানলাম
শুভেচ্ছান্তে
শাকিল।
শাকিল মেইলটা সেন্ড করল। মিনিট দশেক পরেই ইয়াহু মেসেঞ্জার এ ফ্রেন্ড রিকোয়েষ্ট চলে এলো, একটু চমকে গেল বটে সে, বলা নেই কওয়া নেই সরাসরি ফ্রেন্ড রিকোয়েষ্ট! একটু অপ্রস্তুত ও হলো শাকলি।
সুমাইয়া :হায়
শাকিল :হ্যালো, হাউ আর ইউ?
সুমাইয়া :ভাল নেই
শাকিল :কেন বলা যাবে কি?
সুমাইয়া :আমার মাথায় ঢুকছেনা আপনি কি বুঝে আমাকে বিয়ের প্রস্তাবটা দিয়েছেন
শাকিল :জ্বী আমি না বুঝেই দিয়েছি, সবকিছু যে বুঝে করতে হবে এমনতো আর নয়
সুমাইয়া :তাই!
শাকিল :হুম
সুমাইয়া :আপনি না বুঝে আর কি কি করেন?
শাকিল :আমি না বুঝে তেমন কিছুই করিনা শুধু বিয়েটা না বুঝে করতে মন চাচ্ছে
সুমাইয়া :আপনার সাথে তো কথায় পারা যাবেনা দেখছি
শাকিল :আমাকেতো সবাই বোকায় ভাবে ভাবে জানি
সুমাইয়া :আপনিতো শুধু বোকাই নন, আরও কিছু...
শাকিল : যেমন?
সুমাইয়া : বলা যাবেনা
শাকিল : অভয় দিলাম, রিএ্যাক্ট করা হবেনা, বলতে পারেন
সুমাইয়া :গাধাও বটে
শাকিল :সম্ভবত
সুমাইয়া :আচ্ছা আপনি এটা বুঝেন? আমার খরচ বিয়ার করার মত স্বাবলম্বি আপনি নন!
শাকিল :হুম গাধা হলেও এটা বুঝি
সুমাইয়া :তাহলে আপনার কি উচিত ছিলনা যখন এ ব্যাপারে কথা উঠেছে আপনি নিজ থেকেই নিশেধ করে দেয়া
শাকিল :এটাতো খুব সহজ, এত সহজ কাজ করতে আমার ভাল লাগেনা, এতো সহজ কাজটাতো আপনিই করতে পারতেন
সুমাইয়া :মেয়েরা চাইলেও অনেক কিছু পারেনা, ছেলেদের হ্যাল্প লাগে
শাকিল :তার মানে আমার হ্যাল্প ছাড়া এত সহজ কাজটা আপনাকে দিয়ে হচ্ছেনা
সুমাইয়া :হবেনা কেন, অবশ্যই হবে, আগে গাধার একটা ছবি দিন, দেখে নিই একটু গাধাটাকে
শাকিল :তার আগে শুনুন গাধার খপ্পরে পড়লে কি বিপদ হতে পারে!
সুমাইয়া :বলুন শুনি
শাকিল :ট্রাজেডি বুঝেন
সুমাইয়া :হুম বুঝি, তবে বোঝাতে পারবনা
শাকিল :কত প্রকার বলুনতো?
সুমাইয়া :জানিনা
শাকিল :আমি বলছি, দুই প্রকার, এক হল গ্রীক ট্রাজেডি আর অন্য এক হল শেক্সপিরিয়ান ট্রাজিডি, সাহিত্যের ভাষায়
শাকিল : আছেন? নাকি ঘুমিয়ে গেলেন!
সুমাইয়া :শেষ করুন
শাকিল : গ্রীক ট্রাজেডি হল নিয়তি, আপনি যাই করুননা কেন আপনার কপালে যা আছে তাই হবে, এটাকে এড়ানোর উপায় নেই, পুরুটা ঈশ্বর নির্ভর, কিন্তু শেক্সপিয়ার এসে ধারাটাকে ভাংলেন, ওনার লিখায় ধারাটা পাল্টে গেল, এটাকে ইউরিপিয়ান ট্রাজেডিও বলতে পারেন, তারা আর ঈশ্বর এর ক্রিড়নক হতে আগ্রহী হলনা, ধারাটা কি? ধারাটা হল নিয়তি হল কর্ম নির্ভর, তোমার কর্মই তোমার প্রতিফল। তুমি যে কর্ম করবে তার ফল পাবে, তুমি চাইলে ঈশ্বর এর নির্ধারিত ভাগ্যকে বদলে দিতে পার। এখন আসা যাক আপনাকে ট্রাজেডির ইতিহাস কেন বলা? বললাম এ জন্য যে, গাধার সাথে মিলন হলে আপনার কপালে ট্রাজেডি নিশ্চিত, সেটা গ্রীক ট্রাজেডি হোক কিংবা সেক্সপিরিয়ান।
সুমাইয়া : হে আললাহ কোন পাগলের পাললায় পড়লাম উদ্ধার কর!!
শাকিল :দোয়া করছি আশা করি কবুল হবে
সুমাইয়া :আমি গেলাম অফিস ছুটি, কাল আমার ইভিনিং শিফট, বিকেলে কথা হবে। বাই, টেইক কেয়ার....
চলবে.........
বিষয়: সাহিত্য
১৭৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন