আজ দু'জনার দুটি পথ দু'টি দিকে গেছে বেঁকে......(২২)
লিখেছেন লিখেছেন অন্য চোখে ১২ মে, ২০১৩, ০২:০০:৫৩ দুপুর
আগের পর্ব :২১..Click this link
নওশাদ আর জেসমিনের কিন্তু কখনো দেখা হয়নি, দুএকবার ওয়েব ক্যাম ছাড়া, তারা চাইলে দেখা করতে পারত কিন্ত করেনি, জেসমিন এর মা বাবা নেই, তারা রোড এক্সিডেন্টে মারা গেছেন, সে একদম একা বলা যায়, থাকে মামার বাসায়, পৈত্রিক সূত্রে সে অগাধ সম্পত্তির মালিক, পারিবারীক ব্যাবসাসহ সকল কিছু দেখাশুনা করছে তারা মামারায়, জেসমিন চাইলে যে কোন সময় ওসব এর দায়িত্ব নিতে পারে, কিন্তু লিখাপড়া এখনো বাকি আছে তায় মামাদের অভিমত হল আগে পড়াশুনাটা শেষ করে নাও তারপর তুমি হাল ধরবে
এদিকে বিয়ের কথাবার্তা ও মোটামুটি ঠিক করা আছে, পাত্র ধুনকুব ব্যাবসায়ী পুত্র, কিন্তু জেসমিন কিছুটা দোদল্যমনায় আছে বিয়ে করবে কিনা, ধন সম্পদের মোহ তাকে টানেনা, নিজের যা আছে সেটাইতো ভোগ করে শেষ করা যাবেনা, তায় সে নওশাদ এর মতো কাউকে খুঁজছে মনে মনে, যার সাথে ভাগাভাগি করে পারিবারিক ব্যাবসাটাও চালানো যাবে এবং সংসারও করা যাবে, সব দিক দিয়ে বিবেচনা করে জেসমিন এর কাছে নওশাদই পারফেক্ট মনে হচ্ছে
তবে নওশাদ এ ব্যাপারে কিছুটা নিমরাজি, কেননা জেসমিনের যেখানে বিয়ের কথাবার্তা ঠিক করা আছে সেখানে মাঝখান থেকে এসে একটা গোলমাল পাকাবে সেটা সে চায়না, তাছাড়া অর্থ বিত্তের এত বিশাল গ্যাপ তাদের দুই পরিবারে খাপ খাওয়ানো মুশকিল ও বটে, তায় জেসমিন যতবারই এসব বিষয়ে নওশাদ এর সাথে আলাপ করতে চায়, নওশাদ এটা ওটা বলে এড়িয়ে যায়
ব্যাপারগুলো আবার যেমন বলছি হুবুহু তা কিন্তু না, এটা এক প্রকার ন্যাট রিলেশান, দুজনই একটা মায়া বা ঘোরের মধ্যে আছে তারা যা ন্যাটে আলাপ করছে তা যে করেই বসবে তার কোন নিশ্চয়তা নেই, সাইবার ঘটনাগুলো এমন, এমনও হতে পারে জেসমিন তার পরিচয় গোপন করে এমন একটা সিচ্যুয়াশান ক্রিয়েট করেছে, হয়তো কোন উদ্দেশ্য নেই তবুও এটা করতে তার ভাল লেগেছে তাই সত্য মিথ্যে মিলেয়ে নিজের মধ্যেই একটা ক্যারেক্টার ক্রিয়েট করে নিয়েছে এবং সেটাকে সত্য ভেবে নওশাদ এর সাথে একটা সম্পর্ক রেখেছে সাময়িক
হয়তো নওশাদ ও জানে তারা একটা কল্প রাজ্যে বিচরণ করছে, এবং এভাবে একটা সম্পর্কের উষ্ণতা সে উপভোগ করছে এবং যতদিন এভাবে থাকা যায় মন্দ কি! এমনটা ভেবে তারা দুজনই একটা আপাত জগৎ তৈরী করে খুব উপভোগ করছে, তাই তারা বাস্তবে একে অপরের সাথে দেখা করতে চায়না, কেননা যতই বাস্তবতার মুখোমুখি হবে ততই বিষয়টা ধ্বংসের দিকেই যাবে
চলবে...
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন