আজ দু'জনার দুটি পথ দু'টি দিকে গেছে বেঁকে.....(২১)

লিখেছেন লিখেছেন অন্য চোখে ১১ মে, ২০১৩, ১১:৩৯:১৫ সকাল



আগের পর্ব : ..২০...Click this link

- খুব জরুরী! এখনই আসতে হবে?

= এখন আসতে না পারলে পরে আসলেও চলবে

- দুপুরের পরে আসি? মাত্রতো অফিস এলাম, অফিস ছুটি হবে ৪টার দিকে, আমি এক ঘন্টা আরলি বের হলাম, তিনটার দিকে আসলে চলবে?

=ঠিক আছে, ঠিক তিনটায় আমাদের দেখা হচ্ছে, দেরী করবেনা কিন্তু, রমযান মাস,

-ঠিক আছে বলে রাখলাম

আমার মাথায় ছিলনা ঈদে প্রিয়জনদের উপহার দেয়া যায় ব্যাপারটা, বিশেষ করে রুমিকে অন্তত একটা গিফ্ট দেয়া যেত

শক্ড হলাম তিনটা বাজে যখন দেখাটা হল, রুমি একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল এটা নাও আমি গেলাম বলেই তাড়াহুড়ো, আমি কিছু বুঝে উঠার আগেই সে রিকশা ধরল, পরে কথা হবে বলে নিমিষেই মিলিয়ে গেল, আমি কিছুক্ষণ নিস্তেজ দাঁড়িয়ে রইলাম, তারপর হাতের প্যাকেটটা খুলে দেখলাম একটা নীল পাজ্ঞাবী, আড়ং থেকে কেনা

মাথা ভন ভন করছে, এ কাজটাতো আমার করার কথা, উল্টো হয়ে গেল, নিজেকে ধিক্কার দিলাম খুব করে, রাতে কথা হলো, রুমি রিং করেছিল, আমি কেটে দিয়ে কল ব্যাক করেছিলাম

সে সকালে বাসা থেকে বের হয়েছিল কিছু কাপড় সেলাই করতে দেবে বলে, কিন্তু উদ্দেশ্য ছিল আমার জন্য গিফ্ট কেনা, গিফ্ট কেনার পর তার আর কাজ ছিলনা তায় এদিক ওদিক ঘুরাঘুরি করে টাইম পাস করল, আমি তো জানতামনা সে এই কান্ড করবে, আমার জন্য বিকেল পর্যন্ত অপেক্ষা করবে, পেমেন্ট রিসিপ্টটা ব্যাগে ইচ্ছে করেই ঢুকিয়ে দিয়েছিল তার জন্য ক্ষমা ও চাইল, পাজ্ঞাবীর সাইজ নিয়ে ওর সন্দেহ ছিল তায় যদি পাল্টাতে হয় তার পক্ষেতো সম্ভব নয় আবার গিয়ে চেন্জ করে দেবে তায় আমি নিজে গিয়ে যাতে চেন্জ করতে পারি তার জন্য রিসিপ্ট সংগে দিয়ে দিয়েছিল। আর সেইদিন থেকেই রুমির আম্মার সন্দেহটা পাকাপোক্ত হলো মেয়ে কারো সাথে সম্পর্কে জড়িয়েছে

আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল রুমিকে কি গিফ্ট দেয়া যায়, অনেক ভেবে চিন্তে কিছুই পেলামনা কি দেয়া যায়, এসব ব্যাপারে আমার কোন অভিজ্ঞতা নেই, ফোন করলাম বন্ধু নওশাদকে, এ ব্যাপারে তার অভিজ্ঞতা ভাল বলা যায়, সে যে প্রেম করে বেড়ায় তা কিন্তু না, তবে কেন জানি মেয়েরাই তার পেছনে ঘুর ঘুর করতে পছন্দ করে

নওশাদ আমাকে জেসমিন এর মোবাইল নাম্বারটায় দিয়ে দিল, বলল তুই ফোন করে জেনে নে, তোকে সে খুব ভাল করে চেনে, তোর কথা ওর সংগে আলাপ হয়েছে

জেসমিন আর নওশাদ এর পরিচয় নেট থেকে, এখন যেমন ফেসবুক খুব জনপ্রিয় তখন কিন্তু ফেসবুক জনপ্রিয় ছিলনা, দেশে ফেসবুকটা জনপ্রিয় হয়ে গেছে যখন সেটা মোবাইলে সহজেই ধরা দিল, হাতে হাতে এখন মোবাইল আর ফেসবুক চ্যাটিং, তখন জনপ্রিয় ছিল ইয়াহু ম্যাসেজ্ঞার, ঘরে ঘরেও কম্পিউটার আর নেট ছিলনা, নওশাদ প্রায়ই সাইবার ক্যাফে থেকে জেসমিন এর সাথে ই্য়াহু চ্যাট করত, আমিও মাঝের মধ্যে সংগে থাকলে ইউজ করতাম

জেসমিন হঠাৎ করেই ফোন করে বলত লগইন কর কথা আছে, মন ভাল নেই তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে ইত্যাদি, নওশাদ ও যেভাবেই হোক দৌড়ে যেত সাইবার ক্যাফে

চলবে...........

বিষয়: বিবিধ

১৫৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File